ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ: গাহর
Published: 23rd, June 2025 GMT
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোর বলেছেন, ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি নরওয়ের সংবাদ সংস্থা এনটিবিকে বলেছেন, “এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি দুঃখজনক যে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান এবং একটি নতুন পারমাণবিক চুক্তি অর্জনের প্রচেষ্টা অগ্রসর হয়নি।”
তিনি এ–ও বলেন, এই হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র কতটা যৌক্তিকভাবে তুলে ধরতে পারে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরো পড়ুন:
ইরানকে পাল্টা হামলা না করার হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
মধ্যপ্রাচ্যে একে একে বন্ধ হচ্ছে এয়ারলাইন্স, এবার এয়ার ফ্রান্স
“আন্তর্জাতিক আইন আত্মরক্ষার অধিকার দেয় কিন্তু এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের জন্য আত্মরক্ষার শ্রেণিভুক্ত হয় কি না, তা বিতর্কযোগ্য। সর্বশেষ এই হামলা দীর্ঘমেয়াদে একটি টেকসই চুক্তির প্রয়োজনীয়তাকে বাতিল করে না।”
ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা কোনোভাবে জাতিসংঘ সনদ সমর্থন করে না। নরওয়ের প্রধানমন্ত্রীর মুখেও বিষয়টির প্রতিধ্বনি শোনা গেল।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
রাজধানীতে আওয়ামী লীগের ছয় নেতা–কর্মী গ্রেপ্তার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া নেতা–কর্মীরা হলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খান জাহান আলী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মশিউর রহমান (৩২), খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ফয়েজ আহমেদ (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আলিম আল তারিফ (২৮), আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।
ডিবির বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মো. শাহাদাত হোসেনকে তেজগাঁওয়ের মনিপুরিপাড়া এলাকা থেকে এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া ব্রিজ এলাকা থেকে খান জাহান আলীকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল। আর রাত আটটার দিকে পশ্চিম আগারগাঁও থেকে মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।
এ ছাড়া গতকাল রাত পৌনে ১১টার দিকে বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে ও রাত ১২টার দিকে ডেমরা থেকে মো. টিপু সুলতানকে গ্রেপ্তার ডিবির সাইবার বিভাগ। আর রাত ১২টার ১০ মিনিটে লালবাগ এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।