ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ: গাহর
Published: 23rd, June 2025 GMT
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোর বলেছেন, ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি নরওয়ের সংবাদ সংস্থা এনটিবিকে বলেছেন, “এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি দুঃখজনক যে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান এবং একটি নতুন পারমাণবিক চুক্তি অর্জনের প্রচেষ্টা অগ্রসর হয়নি।”
তিনি এ–ও বলেন, এই হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র কতটা যৌক্তিকভাবে তুলে ধরতে পারে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরো পড়ুন:
ইরানকে পাল্টা হামলা না করার হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
মধ্যপ্রাচ্যে একে একে বন্ধ হচ্ছে এয়ারলাইন্স, এবার এয়ার ফ্রান্স
“আন্তর্জাতিক আইন আত্মরক্ষার অধিকার দেয় কিন্তু এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের জন্য আত্মরক্ষার শ্রেণিভুক্ত হয় কি না, তা বিতর্কযোগ্য। সর্বশেষ এই হামলা দীর্ঘমেয়াদে একটি টেকসই চুক্তির প্রয়োজনীয়তাকে বাতিল করে না।”
ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা কোনোভাবে জাতিসংঘ সনদ সমর্থন করে না। নরওয়ের প্রধানমন্ত্রীর মুখেও বিষয়টির প্রতিধ্বনি শোনা গেল।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।
সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।