গ্রিসে ফের দাবানল, বাংলাদেশিদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান
Published: 23rd, June 2025 GMT
গ্রিসে ফের দাবানলের পরিপ্রেক্ষিতে চিওস আইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
সোমবার (২৩ জুন) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গ্রিসের উত্তরে অবস্থিত চিওস আইল্যান্ডে গত ২২ জুন ভয়াবহ দাবানল শুরু হয়েছে, যা এখন পর্যন্ত বিস্তৃত আকার ধারণ করেছে। দাবানলের আগুন আশেপাশের কয়েকটি অঞ্চল ও এ দ্বীপের দক্ষিণাঞ্চলের দিকে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ১৬টি গ্রাম ও জনবসতি নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, রেস্তা এলাকায় ১১২ জরুরি নম্বরের মাধ্যমে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরো পড়ুন:
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল
ভয়াবহ দাবানলের হুমকিতে ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি মানুষ
বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চিওস আইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
জরুরি প্রয়োজনে +৩০৬৯৪৫০৪৪০৫৪ নম্বর অথবা দূতাবাসের ই-মেইল এড্রেস [email protected] এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
ঢাকা/হাসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত বাড়িতে অগ্নিকাণ্ড
বন্দরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের খানাবাড়ী মোড়স্থ ইয়ামিন খন্দকারের বসত বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এ
ঘটনায় প্রায় ৩ লাখ টাকা ক্ষতি সাধনসহ অগ্নিকান্ডের স্থান থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।