গত ২০ জুন  লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের বুড়িরঘাট এলাকার মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ ভেসে আসে। পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য জেলা আঞ্জুমানে মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। ওই দিনই তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনার দুই দিন পর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা দাবি করেন, মেঘনার তীরে উদ্ধার হওয়া মরদেহটি তার মেয়ে সুকন্যা আক্তার ইস্পিতার (২১)। যিনি গত ১৭ জুন সকালে বাসা থেকে টিউশনির কথা বলে বের হয়ে নিখোঁজ হন।

মাসুদ রানা বলেন, ‘‘ইস্পিতা নিখোঁজ হওয়ার কয়েক দিন পরে খবর পাই, ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে এক তরুণী নদীতে ঝাঁপ দিয়েছে। পরে কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসে যাই। সেখানে ছবি দেখে নিশ্চিত হই, লঞ্চ থেকে ঝাঁপ দেওয়া তরুণী আমার মেয়ে।’’

আরো পড়ুন:

‘মুক্তিপণ’ না পেয়ে শিশুকে হত্যা, খালে মিলল মরদেহ

কক্সবাজারে সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লঞ্চ কর্তৃপক্ষের দেওয়া বরাতে তিনি বলেন, ‘‘জসীম নামের এক ব্যক্তির বুকিং করা কেবিনে উঠেছিল ইস্পিতা। নদীতে ঝাঁপ দেওয়ার আগে ইস্পিতা মোবাইলে কারো সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছিল।’’

মাসুদ রানা অভিযোগ করে বলেন, ‘‘আমার মেয়ে কেন ঢাকাগামী লঞ্চে উঠল, তা তদন্তে বের করা দরকার। প্রশাসন মোবাইল ট্র্যাকিং ও কল লিস্ট বিশ্লেষণ করলেই বিস্তারিত জানা যাবে। কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকলে বা হত্যা করে থাকলে তার বিচার চাই।’’

সুকন্যা আক্তার ইস্পিতা ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানান মাসুদ রানা।

এদিকে, ইস্পিতার মৃত্যুকে ঘিরে লঞ্চ যাত্রী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করেছেন, লঞ্চের কেবিনে ধর্ষণের শিকার হয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন ইস্পিতা। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

কর্ণফুলী-৪ লঞ্চের সুপারভাইজার নান্টু বাবু বলেন, ‘‘ইলিশা ঘাট ছাড়ার পর কালীগঞ্জ অতিক্রম করে কিছু দূর গেলে খবর আসে, এক তরুণী তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। দ্রুত লঞ্চ পেছনে নিয়ে তাকে উদ্ধারে চেষ্টা চালানো হয়। এ সময় তরুণীকে একবার নদীতে ভাসতে দেখা গেলেও কাছে যাওয়ার আগেই তিনি চোখের আড়াল হয়ে যান। পরে কোস্ট গার্ডকে জানিয়ে লঞ্চ আবার ঢাকার পথে রওনা দেয়।’’

ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপক আলাউদ্দিন বলেন, ‘‘ঘটনার পরপরই লঞ্চে থাকা অন্য এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, ওই তরুণী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। লঞ্চটি মুন্সীগঞ্জে পৌঁছালে পুলিশ দুই স্টাফ ও অভিযোগকারী নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়।’’

লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বলেন, ‘‘উদ্ধারের সময় মরদেহে কালচে দাগ ছিল। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি।’’

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আবদুল মোন্নাফ বলেন, ‘‘নৌ পুলিশ একটি হত্যা মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন।’’

ঢাকা/লিটন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ লক ষ ম প র মরদ হ

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ