চিকুনগুনিয়া ফিরে আসার আশঙ্কা করছেন বিজ্ঞানী ও জনস্বাস্থ্যবিদেরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) চলতি মাসে রক্তের ৮২ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত করেছে। তবে এ ব্যাপারে সরকারের মধ্যে একটি গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে।
গত বছরের শেষ দিকে চিকুনগুনিয়ার বড় উপস্থিতি গবেষকদের চোখে ধরা পড়ে। আইসিডিডিআরবির রোগনির্ণয় কেন্দ্রে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে ২৮৯টি নমুনা পরীক্ষার মধ্যে ১৪৯টিতে চিকুনগুনিয়ার সন্ধান পায়। অর্থাৎ ২৮৯ জনের মধ্যে ৫২ শতাংশই ছিল চিকুনগুনিয়ায় আক্রান্ত। আইসিডিডিআরবির গবেষকেরা তখনই রোগটির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন।
চিকুনগুনিয়া মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালের শেষের দিকে বা বর্ষা মৌসুম শেষ হলে চিকুনগুনিয়ার বিস্তার বেশি হতে দেখা যায়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলছে, চিকুনগুনিয়ায় আক্রান্ত ৬৭ শতাংশ মানুষের পিঠ বা শরীরের পেছন দিকে ব্যথা অনুভূত হয়, ৬২ শতাংশ মানুষ মাথাব্যথার কথা বলেন। সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে মানুষের গিঁটে দীর্ঘস্থায়ী ব্যথা হয়, তীব্র ব্যথার সঙ্গে পেশি শক্ত হয়ে যায়, ব্যথা ছাড়াও পেশি শক্ত হয়ে যায়, অস্থিসন্ধি নাড়ানো কঠিন হয় বা নাড়াতে গেলে তীব্র ব্যথা হয়, গোড়ালির রগে প্রদাহ হয়। বেশি অসুস্থ হলে স্নায়ুজনিত কিছু সমস্যাও দেখা দেয়। ঠিক চিকিৎসা হলে ৮৮ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
চিকিৎসকেরা জানান, চিকুনগুনিয়ার সঙ্গে আরও কিছু জ্বরের বেশ মিল আছে। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, রিউমেটিক ফিভার, মেনিনজাইটিস। মৎস্যজীবীদের মধ্যে দেখা যায়, এমন রোগ লেপটোসপাইরোসিসের সঙ্গে এর কিছুটা মিল আছে।
প্রবণতা বাড়তির দিকে
আইসিডিডিআরবির সংক্রমণ রোগ বিভাগের বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ে গবেষণা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ল্যাবরেটরির নমুনা পরীক্ষায় আমরা যে ফলাফল দেখছি, তাতে মনে হচ্ছে চিকুনগুনিয়া পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি আছে। গত বছরের শেষ দিকে এবং গত দুই মাসের ফলাফল বলছে, বহু মানুষ এই রোগে ভুগছেন বা ভুগবেন।’
মোহাম্মদ শফিউল আলম জানান, ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত আইসিডিডিআরবির রোগনির্ণয় কেন্দ্রে জ্বরের উপসর্গ নিয়ে এসেছেন এমন ১৭১ রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ১৪০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার ৮২। এই হার অত্যন্ত বেশি বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, সম্প্রতি তাঁদের পরীক্ষাগারে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৫৩ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫। তিনি বলেন, চিকুনগুনিয়ায় শনাক্ত হওয়া এই হার অনেক বেশি, চিন্তারও কারণ।
দেশে ব্যাপকভাবে চিকুনগুনিয়া দেখা দিয়েছিল ২০১৭ সালে। ওই বছর ঢাকাতেই ১৩ হাজার রোগী শনাক্ত হয়েছিল; আর চিকুনগুনিয়া ছড়িয়েছিল ২৩টি জেলায়। এরপর তা কমতে থাকে। তবে জনস্বাস্থ্যবিদেরা বলে আসছেন, চিকুনগুনিয়া আবার প্রবলভাবে ফিরে আসতে পারে। কবে আসবে সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন।
মোহাম্মদ শফিউল আলম বলেন, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আইসিডিডিআরবির রোগনির্ণয় কেন্দ্রে ৫২ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হয়। এ বছরের জানুয়ারিতেও ২৬ শতাংশ নমুনায় তা ধরা পড়ে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে কোনো নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত না হলেও এপ্রিল মাসে তা আবার ধরা পড়ে। এপ্রিল মাসে ২৯ শতাংশ নমুনায় এবং মে মাসের ৬৪ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হয়।
এ ছাড়া গত বছর করা আইসিডিডিআরবির অন্য একটি গবেষণায় ৫৫ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছিল। এ তথ্য আইসিডিডিআরবির পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল।
সরকারি ও বেসরকারি দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য বলছে, চিকুনগুনিয়ায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তবে চিকুনগুনিয়ার তথ্য সংগ্রহের বিস্তৃত নেটওয়ার্ক সরকারের নেই। তাই চিকুনগুনিয়ায় কত মানুষ আক্রান্ত হচ্ছেন, তা জানা যাচ্ছে না।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো.
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু নিয়ে কিছুটা ব্যস্ত। তারা ডেঙ্গু মোকাবিলায় নতুন একটি কমিটিও করেছে। তবে মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সারা দেশে মশা বেড়েছে। ডেঙ্গুও বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক মশার কারণেই চিকুনগুনিয়াও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে।
জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, চিকুনগুনিয়ায় মানুষের ভোগান্তি অনেক বেশি হয়। এ ভোগান্তি এড়াতে মশা নিধন করতে হবে, মশা থেকে দূরে থাকতে হবে। ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি চিকুনগুনিয়া ও জিকা পরীক্ষার সুযোগ–সুবিধাও বাড়ানোর ওপর সরকারকে জোর দিতে হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেও জোর দিতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইস ড ড আরব র প রথম আল ক গত বছর পর ক ষ সরক র
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিঘাতে দুই অটো চালক আহত
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিঘাতে দুই অটো চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকার রিমি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকাশ (৩৫) ও শরিফ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় রিমি গার্মেন্টস ছুটি হওয়ার পর এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে শ্রমিকটির সঙ্গে অটোচালক আকাশের বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় অপর দিক থেকে এক যুবক এসে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং হঠাৎ পকেট থেকে ছুরি বের করে আকাশের ওপর উপর্যুপরি আঘাত করতে থাকে। ধারালো ছুরির আঘাতে আকাশ মারাত্মকভাবে আহত হন।
পরিস্থিতি দেখে পাশেই থাকা আরেক অটো চালক শরিফ বাধা দিতে গেলে দুর্বৃত্ত তাকেও ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে ঢামেক হাসপাতালে নিয়ে যান, আর শরিফকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকার এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, রিমি গার্মেন্টসের দক্ষিণ পাশে বৈদ্যুতিক তারের বড় বড় রোল ফেলে রাখা আছে। প্রায়ই এসব তারের ভেতরে ছিনতাইকারীরা লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে ছিনতাই করে। তিনি আরও বলেন, রাত গভীর হলে এখানে ছিনতাইকারীদের আনাগোনা বাড়ে এবং তারা নিয়মিত মাদক সেবন করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।