ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সামরিক উত্তেজনা যেমন কমেনি তেমনি এই সংঘাতের পুরো রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দুর্নীতির মামলাতেও বিচারের মুখোমুখি হয়েছেন।
 
ইরানের সঙ্গে সংঘাতকে কীভাবে পুঁজি করতে পারেন নেতানিয়াহু, এই বিষয়ে আলজাজিরা কথা বলেছে সামরিক বিশ্লেষক ও ন্যাটোর সাবেক কর্মকর্তা ইউসুফ আলাবারদার সঙ্গে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্য হিসেবে ইসরায়েলে বিবেচনা করা হবে।

“২০ বছর ধরে ইসরায়েলের ইচ্ছা ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করেছেন; স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছেন,” বলেন আলাবারদা।

তিনি বলেন, “নেতানিয়াহু এটিকে তার রাজনৈতিক জীবনের জন্য ব্যবহার করবেন এবং পরবর্তী নির্বাচনে এটিকে এমন এক বিজয় হিসেবে তুলে ধরবেন, যা ইসরায়েলের দৃষ্টিতে তাদের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে অর্জিত হয়েছে।”

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ
যুদ্ধবিরতিকে বিশ্ব স্বাগত জানালেও যে কারণে উদ্বেগ থেকেই যাচ্ছে

কাতারের আমিরের কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

আলাবারদা বলেন, “ইরান একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। লেবানন, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে হিজবুল্লাহর মতো তার সব ছায়াসঙ্গীকে হারিয়েছে; এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সব পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে।”

এই ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও আলাবারদা তেহরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন। তিনি বলেন, “ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ‘আয়রন ডোম’ ভেদ করতে পেরেছে ইরান। এই কারণে নেতানিয়াহু আর এগিয়ে গিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করতে পারবেন না।”

ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে সংঘাত আর দীর্ঘস্থায়ী করতে চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছেন; যদিও তার কথার হরহামেশা পরিবর্তন হয়ে থাকে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল র জন ত ক ইসর য

এছাড়াও পড়ুন:

গাজীপুরে সেতুর নিচে ভাসছিল নারীর মরদেহ

গাজীপুর নগরের চাপুলিয়া ফাওকাল সেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৩৫ বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আজ সকালে নগরের ফাওকাল সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখেন কয়েকজন। কাছে গিয়ে দেখা যায়, লাশটি এক নারীর। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ