ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সামরিক উত্তেজনা যেমন কমেনি তেমনি এই সংঘাতের পুরো রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দুর্নীতির মামলাতেও বিচারের মুখোমুখি হয়েছেন।
 
ইরানের সঙ্গে সংঘাতকে কীভাবে পুঁজি করতে পারেন নেতানিয়াহু, এই বিষয়ে আলজাজিরা কথা বলেছে সামরিক বিশ্লেষক ও ন্যাটোর সাবেক কর্মকর্তা ইউসুফ আলাবারদার সঙ্গে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্য হিসেবে ইসরায়েলে বিবেচনা করা হবে।

“২০ বছর ধরে ইসরায়েলের ইচ্ছা ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করেছেন; স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছেন,” বলেন আলাবারদা।

তিনি বলেন, “নেতানিয়াহু এটিকে তার রাজনৈতিক জীবনের জন্য ব্যবহার করবেন এবং পরবর্তী নির্বাচনে এটিকে এমন এক বিজয় হিসেবে তুলে ধরবেন, যা ইসরায়েলের দৃষ্টিতে তাদের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে অর্জিত হয়েছে।”

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ
যুদ্ধবিরতিকে বিশ্ব স্বাগত জানালেও যে কারণে উদ্বেগ থেকেই যাচ্ছে

কাতারের আমিরের কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

আলাবারদা বলেন, “ইরান একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। লেবানন, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে হিজবুল্লাহর মতো তার সব ছায়াসঙ্গীকে হারিয়েছে; এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সব পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে।”

এই ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও আলাবারদা তেহরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন। তিনি বলেন, “ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ‘আয়রন ডোম’ ভেদ করতে পেরেছে ইরান। এই কারণে নেতানিয়াহু আর এগিয়ে গিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করতে পারবেন না।”

ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে সংঘাত আর দীর্ঘস্থায়ী করতে চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছেন; যদিও তার কথার হরহামেশা পরিবর্তন হয়ে থাকে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল র জন ত ক ইসর য

এছাড়াও পড়ুন:

রাতের পর সকালেও একজনের মৃত্যু, নিহত বেড়ে পাঁচ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ হারুন ওরফে হারেজ (২৯)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার নুরুল ইসলাম ছেলে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনাটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়। দগ্ধ হন ১০ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ওই দিনই অবস্থা শঙ্কাজনক হওয়ায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল। পরে বাকি ছয়জনকেও উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ হারুনের মৃত্যুর বিষয়টি চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটির পর প্রথমে ঢাকায় নিয়ে যাওয়া চারজনেরই মৃত্যু হয়েছে। পরে নিয়ে যাওয়া ছয়জনের মধ্যে একজন আজ মারা গেছেন। বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

সম্পর্কিত নিবন্ধ