ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের সঙ্গে সোনার দামও কমে গেছে। সাধারণত এ ধরনের অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার দাম বেড়ে যায়। কিন্তু ১২ দিনের এই যুদ্ধের সময় সোনার দাম তেমন একটা বাড়েনি।

গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৩ হাজার ৩১৯ দশমিক ৯৬ ডলারে। এমনকি একপর্যায়ে তা ২ শতাংশের বেশি কমে যায়। ফলে মূল্যবান এই ধাতুর দাম ৯ জুনের পর সবচেয়ে নিচে নেমে আসে। মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৩৩৩ দশমিক ৯ ডলারে চলে আসে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেছে, এটাই এখন সোনার দামে সবচেয়ে বড় প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদ ছেড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে যেতে চাইছে।

বিশ্লেষকেরা মনে করেন, সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলারের আশপাশে থাকা ভালো, এই দামে বেচাকেনা বাড়বে। দাম ৩ হাজার ২৫০ ডলারে নেমে এলে তা আরও ভালো। এই দামে বেচাকেনা আরও বাড়বে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর গতকাল বিশ্বজুড়ে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে যদিও মার্কিন ডলারের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল কংগ্রেসের শুনানিতে দেওয়া এক লিখিত বক্তব্যে জানিয়েছেন, আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক মূল্যস্ফীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা বুঝতে আরও কিছু সময় লাগবে। এরপরই যুক্তরাষ্ট্রে নীতি সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের শেষে মোট ৫০ ভিত্তি পয়েন্ট সুদ কমতে পারে। এর মধ্যে অক্টোবরেই ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হতে পারে। সাধারণভাবে যুক্তরাষ্ট্রের নীতি সুদহার কম থাকলে সোনার দাম বাড়ে, কারণ, সোনা থেকে সরাসরি সুদ পাওয়া যায় না।

গতকাল রুপার দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩৫ দশমিক ৮৩ ডলারে; ৫ জুনের পর যা সবচেয়ে কম। অন্যদিকে প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩১৪ দশমিক ৯১ ডলার, প্যালাডিয়ামের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ দশমিক ৯০ ডলার।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দামের হ্রাস–বৃদ্ধি করা হয়। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় গতকাল সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছেন সোনা ব্যবসায়ীরা। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ১ হাজার ৬৬৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। নতুন এই দাম আজ বুধবার থেকে কার্যকর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বব জ র র দ ম কম গতক ল দশম ক

এছাড়াও পড়ুন:

চায়ের দোকান থেকে নিউইয়র্ক, পুরস্কার ঘোষণার দিনেই মৃত্যু

কোনো তরুণ চলচ্চিত্র নির্মাতা তাঁর প্রথম ছবি দিয়ে ভারতীয় সিনেমার মানচিত্রে আলোড়ন তুললেন; ছবিটি পেল জাতীয় পুরস্কার। আর পুরস্কার ঘোষণার একই দিনে সেই তরুণ চিরতরে চলে গেলেন। এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল অবতার কৃষ্ণ কৌলের জীবনে।
১৯৩৯ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেওয়া কৌলের শৈশবই ছিল বেদনার। বাবার হাতে নির্যাতনের শিকার হয়ে একদিন তিনি ঘর ছেড়ে পালালেন। রেলস্টেশনের প্ল্যাটফর্মে দিন কাটত, চায়ের দোকানে কিংবা ছোট হোটেলে কাজ করতেন। অভুক্ত থেকেও বই আর শব্দের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠল। এই অপূর্ণ শৈশবই হয়তো পরে তাঁকে সিনেমার ভেতর মানুষ আর সমাজকে ভিন্ন চোখে দেখার শক্তি দিয়েছিল।

নিউইয়র্কে নতুন জীবন
পরবর্তী সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়ে পৌঁছে গেলেন নিউইয়র্কে। দিনের চাকরির ফাঁকে রাতগুলো কাটত সিনেমা ও সাহিত্য নিয়ে। অ্যাসোসিয়েটেড প্রেস আর পরে ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসে কাজ করলেও তাঁর আসল পৃথিবী ছিল অন্যত্র। সহকর্মীরা প্রায়ই দেখতেন, হাতে উপন্যাস বা নোটবুক নিয়ে বসে আছেন কৌল। তাঁর চোখে তখন এক স্বপ্ন—চলচ্চিত্র নির্মাণ।

‘২৭ ডাউন’–এর শুটিং চলছে। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ