বাউবির এইচএসসি প্রোগ্রাম: ৬টি দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য
Published: 25th, June 2025 GMT
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এইচএসসি প্রোগ্রামে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে (২০২৫ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি করা হবে।
ভর্তির যোগ্যতা-
মানবিক ও ব্যবসায় শিক্ষা—দুটি শাখায় ভর্তি করা হবে। আবেদনকারীকে অবশ্যই এসএসসি বা দাখিল বা ও-লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব বা কাতার বা কুয়েত বা সংযুক্ত আরব আমিরাত বা দক্ষিণ কোরিয়া বা ইতালির বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।
ভর্তির বিস্তারিত সময়–
ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ: ২৯ জুন ২০২৫ পর্যন্ত।
আবেদন ফি জমা দিতে হবে: ৬১০ টাকা।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১০ জুলাইয়ের মধ্যে।
ভর্তি ফি জমাদান: ১১ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত।
ক্লাস শুরু: ৮ আগস্ট ২০২৫।
শিক্ষাপ্রণালি-
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে।
রেজিস্ট্রেশনের মেয়াদ: এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি শেষ করতে পারবেন না এবং পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র-
প্রার্থীর সম্প্রতি তোলা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের স্ক্যান কপি। জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড/অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি। পাসপোর্টের স্ক্যান কপি। বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি।
আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্ম তারিখ এবং পিতা–মাতার নাম অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী হুবহু লিখতে হবে।
শিক্ষার্থীর সনদের সঙ্গে এনআইডি/পাসপোর্টে উল্লিখিত তথ্যের (নাম বা জন্ম তারিখ) গরমিল দেখা গেলে এসএসসি পরীক্ষার সনদের তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে।
যোগাযোগ:
১.
২. ডিন, ওপেন স্কুল, বাউবি: [email protected]
৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: https://[email protected]
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র ভর ত র র সনদ
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাইয়ের আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া।’ পুরুষতান্ত্রিক সমাজ নারীদের পেছনে ঠেলে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ফরিদা আখতার বলেন, ‘পারিবারিকভাবে আমরা (নারীরা) সব জায়গায় যেন সমান মর্যাদা পাই, সে জন্যই অনেক কথা আমাদের বলতে হয়, অনেক কাজ করতে হয়। অনেক দিন ধরে আমরা এটা করছি এবং কোনো অবস্থাতেই কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় কোনো বিষয় আমরা যেন ক্ষুণ্ন না করি, মর্যাদা ক্ষুণ্ন না করি, সে বিষয়ে আমরা (অন্তর্বর্তী সরকার) সতর্ক আছি।’
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ‘একটু ভুল–বোঝাবুঝি আছে’ বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি মনে করি যে আসলে তাঁদের (যৌনকর্মী) মর্যাদা মানুষের মর্যাদা, সেটা যেকোনো পেশায়। পুরুষেরাও অনেক পেশায় এমন থাকেন, যেটা হয়তো গ্রহণযোগ্য নয়। কিন্তু মানবিক মর্যাদা সবারই থাকা উচিত।’
‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহেনাজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে