আউট নিয়ে সাদমান বললেন, ‘শটস না খেললে তো রান হবে না’
Published: 25th, June 2025 GMT
ব্যাটসম্যানরা এলেন, থিতু হলেন, শট খেলতে গেলেন, আউট হয়ে গেলেন—শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্প অনেকটা এমনই। দিনের শেষবেলায় নাঈম হাসানের আউট বাদ দিলে বাকি ব্যাটসম্যানরা একপ্রকার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন।
দিন শেষের সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসা নিয়ে সাদমান ইসলাম বলেন, রানের জন্য শট খেলেছেন তাঁরা। তবে কিছু শট হয়তো ভুল হয়ে গেছে বলে মনে করেন তিনি।
আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের যেসব ব্যাটসম্যান শট খেলতে গিয়ে আউট হয়েছেন, তাঁদের মধ্যে সাদমান একজন। সকাল থেকে ভালোই খেলছিলেন। হাফ সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু হুট করেই অফ স্টাম্পের অনেক বাইরের এক বল চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি। উইকেটকিপারের হাত ছুঁয়ে তা যায় স্লিপে দাঁড়ানো ধনঞ্জয়া ডি সিলভার হাতে। ৯৩ বলে ৪৬ রান করে আউট হয়ে যান সাদমান। বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানের আউটের ধরনও কাছাকাছি। রানের জন্য খেলতে গিয়ে আউট।
শট খেলতে গিয়ে আউট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আজ প্রথম দিনের শেষে সাদমানকে জিজ্ঞাসা করা হলে তিনি মনে করিয়ে দিয়েছেন এমন এক কথা, যা আলাদা করে বলার তেমন দরকার নেই, ‘শটস না খেললে তো রান হবে না।’
সাদমানের কথাটি পুরোপুরি সত্য। কিন্তু প্রশ্ন উঠেছে মূলত তাঁদের বল নির্বাচন আর শট খেলার ধরন নিয়ে। এই সিরিজের প্রথম ম্যাচে গলে দুই ইনিংসে যথাক্রমে ৪৯৫ ও ৬ উইকেটে ২৮৫ রান করেছিল বাংলাদেশ। সাদমানও ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেছিলেন।
শট খেলার প্রসঙ্গে সাদমান মনে করিয়ে দিয়েছেন তা–ও, ‘গলেও আমরা ভালোই শট খেলছি, যেগুলো হয়তো বাউন্ডারি এসেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত সবাই…হয়তো দিনটা আমাদের ছিল না।’
ম্যাচে চাপ অনুভব করে ব্যাটসম্যানরা অমন শট খেলেননি বলেও দাবি সাদমানের, ‘এমন কোনো চাপে তো.
বাংলাদেশ দল প্রথম দিন শেষ করেছে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করে। বেশ কয়েকজন ব্যাটসম্যান সম্ভাবনা জাগিয়েও ইনিংসটা বড় করতে পারেননি। সাদমান নিজে আউট হয়েছেন ৪৬ রানে, ৭৫ বল খেলে ৩৫ রান করে মুশফিক, ৫৬ বলে ৩৪ রান করে লিটন আর ৪২ বলে ৩১ রান করে মেহেদী হাসান মিরাজ।
থিতু হয়ে আউট হয়ে যাওয়া নিয়ে দিন শেষে সাদমান বলেন, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। ব্যাটসম্যানরা প্রত্যেকেই হয়তো সেট হয়ে আউট হয়েছি। হয়তো এটা আমাদের খারাপ দিন ছিল। আমরা পরের ইনিংসে ভালোভাবে কামব্যাক করব।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন প রথম দ ন শট খ ল স দম ন র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেবারহাট বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে।
শুরুতে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের এলাকার হাজারো মানুষ আগুন নেভাতে এগিয়ে যান। পরে খবর পেয়ে রাত পৌনে একটার দিকে সেনবাগ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্তু তখন আগুনের ভয়াবহতা বাড়ায় বেগমগঞ্জের চৌমুহনী ও জেলা শহর মাইজদী ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে কাজে যুক্ত হয়। সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাহার উল্যাহ আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিসের সেনবাগ স্টেশনের পরিদর্শক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আসবাবপত্র তৈরির কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।