ত্রাণ নিতে গিয়ে খুনের শিকার: ‘বিশ্বের জন্য মহাকলঙ্কের চেয়ে কম নয়’
Published: 26th, June 2025 GMT
ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রতিদিন দলে দলে নিহতের ঘটনা বিশ্বের জন্য মহাকলঙ্কের চেয়ে কম কিছু নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের একজন বিশেষজ্ঞ।
গত এক মাসে গাজায় ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে পাঁচ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করা ‘একটি মর্মান্তিক ঘটন ‘ এবং বৈশ্বিক ‘কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন ইস্তাম্বুল জায়েম ইউনিভার্সিটির ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স সেন্টারের পরিচালক আল-আরিয়ান।
ইস্তাম্বুল থেকে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরিয়ান বলেছেন “একে নিয়মিত ঘটনা হিসেবে কল্পনাও করা কঠিন।”
আরো পড়ুন:
সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা ছুরিকাহত
গাজীপুরে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক
“শুধু একটু খাবার পাওয়ার আশায় মানুষ (ফিলিস্তিনিরা) প্রতিদিন সেসব জায়গায় যায়, যাতে তারা তাদের অনাহারে কষ্ট পাওয়া সন্তানদের কিছু খাওয়াতে পারে। কিন্তু তারা সেখানে গিয়ে হত্যার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এমন জায়গা সেগুলো (ত্রাণবিতরণ কেন্দ্র) যেখানে চিকিৎসার জন্য কোনো কেন্দ্র পর্যন্ত নেই।”
আল-আরিয়ান বলেন, “এই পরিস্থিতি বিশ্বের জন্য মহাকলঙ্কের চেয়ে কম কিছু নয়।”
তিনি বলেন, “কেউ যদি বলেন, এটি একটি খাদ্য বিতরণকেন্দ্র, তাহলে কীভাবে প্রতিদিন ফিলিস্তিনিরা শুধু আহত নয়, নিহতও হচ্ছে? এটা যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা যায় না।”
ইসরায়েলের হামলায় প্রতিদিন নিহত হচ্ছে গাজার ফিলিস্তিনিরা। বোমা, গুলির পাশাপাশি ত্রাণকেন্দ্রে প্রতিদিন হামলা হচ্ছে। ত্রাণ পেতে মরিয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি চালানো হচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে, ত্রাণকেন্দ্রে লুটপাট করছে তারা। অনাহারি ফিলিস্তিনিদের খাদ্যের কষ্ট এতটা তীব্রতর হয়ে উঠেছে যে, তা ভাষায় বর্ণনা করার মতো নয়।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য গণহত য ইসর য় ল র জন য কলঙ ক
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।
পদের নাম ও বিবরণ১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মhttp://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফিআবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।
আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে