রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আগুন দেয়ায় ঘটনায় গ্রেপ্তার ৫
Published: 26th, June 2025 GMT
রূপগঞ্জে আলোচিত গাজী টায়ারস কারখানার অগ্নিকান্ডে ১৭৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় অগ্নিকান্ডের জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন ) সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।
এ ঘটনায় গাজী টায়ারস কারখানার কর্তৃপক্ষ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, তারাব পৌরসভার রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় সিএনজি, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরী করা হতো।
২০২৪ সালের ২৫ আগষ্ট বিকেল ৪ টার দিকে গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খলাকারীরা গেট ভেঙ্গে প্রবেশ করে কারখানার ভেতরে হামলার ভাংচুর ও লুটপাট চালায়।
এসময় তারা কারখানার ভেতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে কারখানাটির প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকায় ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৪ সালের গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার মাসাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গাজী টায়ারস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে গ্রেপ্তারকৃত জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারাব পৌরসভার মাসাবো এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ গ র প ত র কর র পগঞ জ প রসভ র ঘটন য়
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫