নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ক্লাব কার্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে বিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিন ও আই নিউজ বিডি’র মাহফুজুল আলম জাহিদ নির্বাচিত হন।

এছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো.

মামুন মিয়া (আজকালের খবর), দীন ইসলাম দীপু (দৈনিক অগ্রবাণী), সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব (সমকাল), সবুজ মাহমুদ (একাত্তর টিভি), অর্থ সম্পাদক লতিফ রানা (দৈনিক যুগের চিন্তা), সাংগঠনিক সম্পাদক মো. শাহজামাল (দৈনিক ডান্ডিবার্তা), তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন (দৈনিক অগ্রবাণী প্রতিদিন), ক্রীড়া সম্পাদক টুটুল প্রিন্স (নিউজ ২৪ টিভি), দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), নির্বাহী সদস্য সরদার মো. আলীম, শহীদুজ্জামান ফিরোজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

নির্বাচনে মোট ৩২ ভোটারের মধ্যে ২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুর রহমান রুমন রেজা। প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী এবং প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন।

নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করেন ক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, উপদেষ্টা সরদার মো. আলীম ও শহীদুজ্জামান ফিরোজ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

‎বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের‌্য

‎‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ