শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শুর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় গত বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ঘোষিত ৪৪৫ শতাংশ বা শেয়ারপ্রতি সাড়ে ৪৪ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

ঘোষিত এই লভ্যাংশের মধ্যে ছিল ৩৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ১০৫ শতাংশ ছিল চূড়ান্ত লভ্যাংশ, যা বার্ষিক সভায় অনুমোদনের পর বিতরণ করা হবে।

অনলাইনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণান। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জী, পরিচালক ফারজানা চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও কোম্পানি সচিব শৈবাল সিনহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারধারীরা। সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

বাটা শু ১৯৮৫ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। এটি ১৩ কোটি ৮০ লাখ টাকা মূলধনের একটি কোম্পানি। বর্তমানে বাটা শুর মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এটির শেয়ারের ৭০ শতাংশই রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৩০ শতাংশ শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৩৯ শতাংশ, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ২৬ শতাংশ এবং বাকি ১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

বাটা শু গত বছর শেষে সাড়ে ২৯ কোটি টাকার বেশি মুনাফা করেছে। তবে গত বছর শেষে লভ্যাংশ হিসেবে সব মিলিয়ে বিতরণ করবে প্রায় ৬১ কোটি টাকা। সর্বশেষ গত জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে বাটা শু মুনাফা করেছে প্রায় ৩৭ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের পুরো সময়টায় কোম্পানিটি যে মুনাফা করেছিল, তার চেয়ে সাড়ে ৭ কোটি টাকা বেশি মুনাফা করেছে চলতি বছরের প্রথম তিন মাসে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গত বছর বছর র

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ