শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শুর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় গত বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ঘোষিত ৪৪৫ শতাংশ বা শেয়ারপ্রতি সাড়ে ৪৪ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

ঘোষিত এই লভ্যাংশের মধ্যে ছিল ৩৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যা এরই মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ১০৫ শতাংশ ছিল চূড়ান্ত লভ্যাংশ, যা বার্ষিক সভায় অনুমোদনের পর বিতরণ করা হবে।

অনলাইনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণান। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জী, পরিচালক ফারজানা চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও কোম্পানি সচিব শৈবাল সিনহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারধারীরা। সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

বাটা শু ১৯৮৫ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। এটি ১৩ কোটি ৮০ লাখ টাকা মূলধনের একটি কোম্পানি। বর্তমানে বাটা শুর মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এটির শেয়ারের ৭০ শতাংশই রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৩০ শতাংশ শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৩৯ শতাংশ, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ২৬ শতাংশ এবং বাকি ১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

বাটা শু গত বছর শেষে সাড়ে ২৯ কোটি টাকার বেশি মুনাফা করেছে। তবে গত বছর শেষে লভ্যাংশ হিসেবে সব মিলিয়ে বিতরণ করবে প্রায় ৬১ কোটি টাকা। সর্বশেষ গত জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে বাটা শু মুনাফা করেছে প্রায় ৩৭ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের পুরো সময়টায় কোম্পানিটি যে মুনাফা করেছিল, তার চেয়ে সাড়ে ৭ কোটি টাকা বেশি মুনাফা করেছে চলতি বছরের প্রথম তিন মাসে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গত বছর বছর র

এছাড়াও পড়ুন:

মেডিকেলে ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষার্থীদের ২২৪ আসন বরাদ্দ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪ এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২৪ আসনের মধ্যে ১২৫টি সার্ক দেশগুলোর জন্য এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ৪ ঘণ্টা আগে

সার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২ ও বিডিএসে ২টি, পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে ২টি, নেপালের জন্য এমবিবিএসে ১৯ ও বিডিএসে ৩টি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩ ও বিডিএসে ২টি, ভুটানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি, মালদ্বীপের জন্য এমবিবিএসে ৬টি ও বিডিএসে ১টি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ৩টি ও বিডিএসে ১টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২ ও বিডিএসে ১৩, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলি১৩ নভেম্বর ২০২৫

নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে ৫টি ও বিডিএসে ২টি, ফিলিস্তিনের জন্য এমবিবিএসে ১৮ ও বিডিএসে ৩টি এবং অন্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯ ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে ৭২ ও বিডিএসে ২৭টি, অর্থাৎ মোট ৯৯টি আসন রাখা হয়েছে।

আরও পড়ুননিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে নতুন সুযোগ দিল ১৬ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ