ষ্টেজ শোর পাশপাশি পাশি টিভি লাইভেও আজকাল ব্যস্ত মনির খান। এরই ধারাবাহিকতায় আজ ২৭ জুন, শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গাইবেন তিনি। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে আধুনিক গান, চলচ্চিত্রের গানসহ জনপ্রিয় বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। এছাড়া টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। গানের পাশাপাশি কথা বলবেন সমকালীন জীবনযাত্রা ও সংগীত ভাবনা নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ  বড়ুয়া।

এতে অংশ নেওয়া প্রসঙ্গে মনির খান বলেন, ‘ইদানিং টিভি লাইভে খুব ব্যস্ত। আজকের অনুষ্ঠানে আমার শ্রোতাপ্রিয় গান ‘তোমার কোন দোষ নেই’,‘বিধি আমার দু চোখ’,‘প্রেমের তাজমল’, জোর করে ভালোবাসা হয় না,‘ঘুম নেই দুুটি চোখে’সহ বেশ কয়েকটি গান গাইবো। আশা করছি, শ্রোতাদের গানগুলো মন ভরাবে’। 

প্রসঙ্গত, মনির খান ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আসেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অসংখ্য সম্মনানা অর্জন করেছেন এই নন্দিত সংগীতশিল্পী। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মন র খ ন অন ষ ঠ ন মন র খ ন করব ন

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ