অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডারে লিকেজ, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে ওই এলাকার চানমারি সড়কে মমতা নগর মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, এটি আগুন নয়, অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়েছিল সেখানে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অক্সিজেন সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে মমতা নগর মাতৃসদন ক্লিনিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা গিয়ে অক্সিজেন সিলিন্ডারটি বন্ধ করে আশপাশ থেকে রোগী ও স্বজনদের সরিয়ে দেয়।
তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, আগুন লাগেনি। মূলত অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়েছে। সিলিন্ডার লিকেজের ফলে শব্দ হয় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবরে আশপাশের মানুষজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনচট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন২ ঘণ্টা আগেক্লিনিকের বাইরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্লিনিকের অপারেশন থিয়েটারটিতে বেলা ২টার দিকে একটি অপারেশন শেষ হয়। ৩টার দিকে ওই কক্ষ থেকে মৃদু বিস্ফোরণের শব্দ হয়। স্থানীয়রা মিলে এ সময় সেখানে বালু-পানি ছিটান। তবে সেখানে আগুন ছিল না। অক্সিজেন সিলিন্ডারে লিকেজে শব্দ হয়েছে বলে তাঁদের দাবি।
সরেজমিন বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিট দুটিকে ক্লিনিকের সামনে থেকে চলে যেতে দেখা যায়। এর আগে নিরাপত্তা বিবেচনায় ক্লিনিকে থাকা রোগীদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া ক্লিনিকের বাইরে স্থানীয়দেরও ক্লিনিকের ফটক থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় ক্লিনিক ভবনে প্রবেশের গেটটি বন্ধ ছিল।
ক্লিনিক প্রাঙ্গণে থাকা মোহাম্মদ হানিফ জানান, তিনি স্থানীয় বাসিন্দা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। রোগীদের অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন তিনি। তিনি এসে কেবল ধোঁয়া দেখেছেন। তবে বড় দুর্ঘটনা হওয়ার আগেই সেখানে ফায়ার সার্ভিস এসে পৌঁছায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অক্সিজেন সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা নেই। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগ ন ল গ খবর প য় ইউন ট
এছাড়াও পড়ুন:
বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী তরুণ
চাঁদপুরের সৌদিপ্রবাসী মেহেদী হাসানের (২৫) বাবার ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন। বাবার সেই ইচ্ছা পূরণ করলেন তিনি।
আজ শুক্রবার বিকেলে স্বজনদের নিয়ে ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কনের বাড়িতে যান মেহেদী হাসান। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে। এ ঘটনায় উচ্ছ্বসিত এলাকাবাসী।
মেহেদী হাসান মতলব উত্তর উপজেলার এমএম কান্দি গ্রামের আবদুল বারেক দেওয়ানের ছেলে। মেহেদীর নববধূর নাম আবিদা সুলতানা। তিনি একই উপজেলার রুহিতারপাড় গ্রামের মো. আল আমিনের মেয়ে। আজ শুক্রবার বিকেল চারটায় কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে মেহেদী হাসান সৌদি আরবে যান। বিয়ে করার জন্য কিছুদিন আগে বাড়ি ফেরেন। কনে দেখা ও বিয়ের তারিখ ঠিক হয়। আজ শুক্রবার রুহিতারপাড় গ্রামের একটি মাঠে বরপক্ষকে নিয়ে হেলিকপ্টারটি নামলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। হেলিকপ্টার থেকে নেমে স্বজনদের নিয়ে মেহেদী হাসান হেঁটে কনের বাড়িতে যান। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারটি তাঁর গ্রামে পৌঁছালে ভিড় করেন এলাকাবাসী।
মেহেদী হাসান বলেন, তাঁর বাবার এই ইচ্ছা পূরণ করতে পেরে তিনি ও তাঁর পরিবার খুবই আনন্দিত। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
মেহেদী হাসানের বাবা আবদুল বারেক দেওয়ান বলেন, ইচ্ছা ছিল ছেলে বড় ও প্রতিষ্ঠিত হলে হেলিকপ্টারে চড়িয়ে তাকে বিয়ে করাবেন। আজ তাঁর সে ইচ্ছা পূরণ হলো। এতে তিনি খুবই আনন্দিত।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনা জানার পর হেলিপ্যাড এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।