যশপ্রীত বুমরা একা কী করবেন? হেডিংলি টেস্টের পর ভারতীয় সমর্থকদের মনে এই প্রশ্নটাই ঘুরছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরা কোনো উইকেট পাননি। ভারতের অন্য কোনো বোলারও জ্বলে উঠতে পারেননি।
অবশ্য এমনই হয়ে আসছে দিনের পর দিন। টেস্টের চতুর্থ ইনিংসে যে ছয়বার বুমরা উইকেটশূন্য ছিলেন, ছয়বারই হেরেছে ভারত। হেডিংলি টেস্ট তাতে নতুন সংযোজন। বোলারদের এই পারফরম্যান্সের পর সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে মোহাম্মদ সিরাজের।
সিরাজ হেডিংলিতে প্রথম ইনিংসে ২৭ ওভারে ১২২ রান দিয়ে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসেও ছিলেন উইকেটশূন্য। পাঁচ বছর ধরে টেস্ট খেলা সিরাজের বোলিং নিয়ে খেপেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘সিরাজের কাছে আমার একটাই প্রশ্ন—তুমি কি রান আটকাতে পারো না? তোমার দরকার নেই উইকেট তোলার, কিন্তু প্রতি ওভারে ৪-৫ রান যদি দিয়ে যাও, তাহলে বুমরাকে বারবার আক্রমণে আনতে হয়। বুমরা একা কত বাঁধ দেবে?’
সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১২ আগস্ট ২০২৫)
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে ওয়ানডেতে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাংলাদেশের দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস মাঠে নামবে এএফসি চ্যালেঞ্জ লিগে।
২য় টি-টোয়েন্টিঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-১৫ মি., স্টার স্পোর্টস ১
আবাহনী-মুরাস ইউনাইটেড
বিকেল ৫টা, টি স্পোর্টস
আল কারামা-বসুন্ধরা কিংস
রাত ১১-৩০ মি., টি স্পোর্টস
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস
বার্মিংহাম-ওভাল
রাত ৮টা, সনি স্পোর্টস ১
বার্মিংহাম-ওভাল
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ১
সিনসিনাটি ওপেন
রাত ৯টা, সনি স্পোর্টস ২