মেহেরপুরের গাংনীর সেই বিএনপি নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে যৌথ বাহিনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে বিএনপির ওই নেতার বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছিল পুলিশ। এই ঘটনায় তাঁকে আটক করা হয়েছিল।

বিএনপির ওই নেতার নাম জাফর আলী। তিনি উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

গাংনী থানার ওসি বানী ইসরাইল শুক্রবার রাত সাড়ে ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাফরের বাড়ির বাইরে পরিত্যক্ত একটি জায়গায় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এই ঘটনায় তাঁকে সন্দেহজনক আটক করা হয়েছিল। পরে যৌথ বাহিনী দিনভর জাফর আলীকে জিজ্ঞাসাবাদ করে।

ওসি আরও বলেন, যেখান থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে, তার পাশেই পাকা সড়ক। সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করে। অন্য কেউ জাফর আলীকে ফাঁসাতে অস্ত্র-বোমা রেখে যেতে পারে। এ কারণে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুনগাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

গুগল মেসেজেসে সংবেদনশীল ছবি ব্লার করার সুবিধা সবার জন্য চালু

গুগল মেসেজেসে এখন সবার জন্য চালু হলো সংবেদনশীল আধেয় বা কনটেন্ট শনাক্ত ও সতর্কবার্তা প্রদানের সুবিধা। গত বছরের অক্টোবরে ফিচারটির ঘোষণা দিয়েছিল গুগল। চলতি বছরের এপ্রিলে মেসেজেসের পরীক্ষামূলক সংস্করণের কিছু ব্যবহারকারী প্রথম এ সুবিধা পান। অবশেষে ঘোষণার প্রায় ১০ মাস পর অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হলো।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ গুগলের তথ্যমতে, ‘সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ বা সংবেদনশীল কনটেন্ট সতর্কবার্তা চালু করলে নগ্নতা রয়েছে, এমন ছবি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যাবে। চাইলে ছবিটি না খুলেই মুছে ফেলা যাবে। এ ধরনের ছবি পাঠানো প্রেরককে ব্লক করার অপশনও থাকবে। তবে ছবি দেখতে হলে ‘নেক্সট’ চাপ দিয়ে অনুমতি দিতে হবে।

গুগল জানিয়েছে, ফিচারটির সব প্রক্রিয়াই ব্যবহারকারীর যন্ত্রে সম্পন্ন হয়। ফলে কোনো সংবেদনশীল ছবি গুগলের সার্ভারে সংরক্ষিত বা আপলোড হবে না। কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে এটি বন্ধ করার সুযোগ থাকবে না। তবে অভিভাবকেরা ‘ফ্যামিলি লিংক’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টে ফিচারটি ঐচ্ছিক ও ডিফল্টভাবে বন্ধ থাকবে।

সুবিধাটি ব্যবহার করতে চাইলে গুগল মেসেজেস অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেকশন অ্যান্ড সেফটি’তে গিয়ে ‘ম্যানেজ সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘সেফটিকোর’ অ্যাপ ডাউনলোড করতে হতে পারে।

ফিচারটি চালু থাকলে শুধু ছবি দেখার সময় নয়, কোনো সংবেদনশীল ছবি পাঠানো বা ফরোয়ার্ড করার আগেও সতর্কবার্তা দেখা যাবে। সতর্কবার্তায় ডান দিকে সোয়াইপ করে অনুমোদন দিতে হবে। এতে অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল ছবি শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এই সতর্কবার্তা কেবল স্থির ছবির ক্ষেত্রে কার্যকর। জিআইএফ বা ভিডিও ফাইলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ

সম্পর্কিত নিবন্ধ