নরসিংদীর শিবপুর উপজেলার হাজীবাগান এলাকায় গোপন অভিযানে তিনটি ককটেলসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হৃদয় মীর (২২), শিবপুর থানার হাজীবাগান গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাতে বিরাজ নগর ডাকাতির ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় মীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় কাছ থেকে তিনটি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা (নং- ২৮(০৬)২৫) দায়ের করা হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি ডাকাতির ঘটনার সন্দেহভাজন। তার কাছ থেকে ককটেল উদ্ধার হওয়ায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। পুলিশ সর্বদা সজাগ রয়েছে।”
নরসিংদীর পুলিশ সুপার মো.
ঢাকা/হৃদয়/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকার বেআইনি কোনো কাজ করছে না, আড়িপাতা প্রসঙ্গে প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “এই সরকার বেআইনি কোনো কাজ করছে না—এটুকু আমি বলতে পারি। আগের সরকার কীভাবে আড়িপাতা পদ্ধতি ব্যবহার করেছে বেআইনিভাবে, কেনাকাটা থেকে শুরু করে কীভাবে ব্যবহার হয়েছে, আপনার-আমার নাগরিক অধিকার কীভাবে খর্ব করা হয়েছে–এই পুরো বিষয়টি কমিটি দেখবে।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়—শেখ হাসিনার আমলে প্রচুর শ্রমিক নেতার বিরুদ্ধে অনেক হয়রানিমূলক মামলা করা হয়, তাদের অধিকার খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে আসলে দমন করতে চাওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছে যে, ৯০ শতাংশ মামলা যেগুলো শ্রমিকনেতাদের বিরুদ্ধে করা হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হয়েছে।
আরো পড়ুন:
উপদেষ্টা পরিষদের বৈঠক: ৩৬৭ সংস্কার প্রস্তাবের ৩৭টি বাস্তবায়িত
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব
তিনি বলেন, “পাবলিক প্রকিউরমেন্ট নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে নতুন একটি আইন সংশোধন করা হয়েছে। এটার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, খুব দ্রুত এটা উপদেষ্টা পরিষদে আসবে।”
ঢাকা/আসাদ/সাইফ