‘সরদার জি ৩’ ছবিকে ঘিরে বিবাদ ক্রমশ বাড়ছে। কারণ, এই ছবিতে আছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এই বিবাদে প্রবলভাবে জড়িয়ে পড়েছেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ‘সরদার জি ৩’ ছবির আরেক অভিনেত্রী নীরু বাজওয়া এবার পাকিস্তানি অভিনেত্রীর বিরুদ্ধে এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন। আর এতে আরও বিপাকে পড়েছেন দিলজিৎ।

আরও পড়ুনবিতর্কিত এই ভারতীয় গায়ককে নিয়ে কোর্স চালু করছে কানাডার বিশ্ববিদ্যালয়২৪ জুন ২০২৫

‘সরদার জি ৩’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে বিতর্ক দানা বেঁধেছে। ছবির ট্রেলারে পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে দেখে সবাই ক্ষোভে ফেটে পড়েছেন। হানিয়া পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সাধারণ মানুষ ভারতীয় ছায়াছবিতে হানিয়াকে আরও মেনে নিতে পারেননি। নেট জনতারা দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে হানিয়ার কাস্টিংকে অন্যায় বলে মনে করছেন।

আর তাঁরা ‘সরদার জি ৩’ ছবিকে বর্জনের আওয়াজ দিয়েছিলেন। হানিয়া আমিরকে ঘিরে বিতর্কের কারণে পাঞ্জাবি ছবিটি ভারতে মুক্তি করা হয়নি। তবে গতকাল ২৭ জুন ‘সরদার জি ৩’-কে বিদেশে রিলিজ করা হয়েছে।

‘সরদারজি ৩’ সিনেমায় দিলজিৎ ও হানিয়া আমির। এক্স থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরদ র জ

এছাড়াও পড়ুন:

অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...

প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।

অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ