মেজর লিগ ক্রিকেটে এবার আরও বড় নাটকীয়তা, শেষ বলে ছক্কায়...
Published: 28th, June 2025 GMT
শেষ বলে দরকার ৬ রান। ব্যাটিংয়ে শেমরন হেটমায়ার, বোলিংয়ে কাইরন পোলার্ড। এমন সমীকরণে কাজটা কত কঠিন, তা কারও অজানা নয়। কিন্তু এই কঠিন কাজটাই করেছেন হেটমায়ার।
ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান পোলার্ডের মিডল স্টাম্প বরাবর করা বলটিতে হাঁটু গেড়ে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দেন। তাতে মুম্বাই নিউইয়র্কের বিপক্ষে সিয়াটল অরকাস জিতেছে ৩ উইকেটে। এর মধ্য দিয়ে মুম্বাইয়ের করা ২৩৭ রান টপকে মেজর লিগ ক্রিকেটে রান তাড়ার নতুন রেকর্ডও গড়েছে দলটি।
এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ওয়াশিংটন ফ্রিডমের। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ২২১ রান তাড়া করেছিল তারা। এই ঘটনার দেখা মিলেছিল চলতি মাসের ২২ জুন। গতকালও নতুন রেকর্ড হয়েছিল এই টুর্নামেন্টে। কোনো ফিফটি ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ওয়াশিংটন ফ্রিডম (২১৪ রান।)
টানা ১০ ম্যাচ হারের পর প্রথম জয় পেল সিয়াটল অরকাস। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।শুধু এক বলে দলকে ছক্কা মেরে হেটমায়ার জিতিয়েছেন তা নয়। তিনি খেলেছেন অপরাজিত ৪০ বলে ৯৭ রানের ইনিংস। জয়ের শেষ ২ ওভারে ৩২ রান দরকার ছিল সিয়াটলের। এই ১২ বলের মধ্যে হেটমায়ার খেলেন ৮টি বল। এর মধ্যে ছক্কা মারেন ৪টিতে। মানে একাই দলকে জিতিয়েছেন তিনি।
আরও পড়ুনএভাবেও ২১৪ রান তাড়া করে জেতা যায়, টি–টোয়েন্টিতে যে রেকর্ড হলো২৭ জুন ২০২৫এমন একটি ম্যাচ সিয়াটল ও হেটমায়ারের জন্য দরকার ছিল। কারণ, সিয়াটল দলটি এই ম্যাচ জয়ের আগে হেরেছে টানা ১০ ম্যাচে। এর মধ্যে এবারের আসরে হেরেছে টানা ৫টিতে। হেটমায়ার নিজেও ছন্দে ছিলেন না। আইপিএলে ১৪ ম্যাচে রান করেছিলেন ২৩৯। যেখানে তাঁর সতীর্থ নিকোলাস পুরান করেন ৫২৪ রান। এর আয়ারল্যান্ড সিরিজেও তিনি রান পাননি। তাতে অনেকেই তাঁকে ওভাররেটেডও বলেছিলেন। সেই ক্ষোভ যেন ঝেড়েছেন এই ম্যাচে। এবারের মেজর লিগ ক্রিকেটে এটি তাঁর প্রথম ফিফটি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে হেটমায়ার বলেছেন, ‘এটা আমার সেরা ইনিংসগুলোর একটি। কারণ, আমরা তখন একেবারে চাপের মধ্যে ছিলাম, জয়ের বিকল্প ছিল না। আগের ম্যাচটা এখনো মাথায় ঘুরছে, কারণ আমার মনে হয়েছিল, সেটাও আমরা জিততে পারতাম। তাই আজ মাঠে নেমে দলকে জেতাতে পারাটা সত্যিই দারুণ অনুভূতির।’
আরও পড়ুনটেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন নাজমুল৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...
প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।
অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর