সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লে‌ভেল প্লে‌য়িং ফি‌ল্ডের দাবিতে চর‌মোনাই পী‌রের নেতৃত্বাধীন ইসলামী আ‌ন্দোল‌নের মহাসমাবেশে জামায়া‌তে ইসলামী, এন‌সি‌পি, গণ অ‌ধিকার প‌রিষদ, এ‌বি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দি‌য়ে‌ছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান এ মহাসমা‌বেশ হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদা‌য়ে‌র সংগঠ‌নের নেতারাও র‌য়ে‌ছেন। সংখ্যানুপা‌তিক নির্বাচানর বি‌রোধী হওয়ায় বিএন‌পি‌কে আমন্ত্রণ জানায়‌নি ইসলামী আ‌ন্দোলন। দুপুর দুইটায় শুরু হয় লা‌খো মানু‌ষের এ সমা‌বেশ।

জামায়াত নেতা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন দল‌টির না‌য়ে‌বে আ‌মির মুজিবুর রহমান, সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটার রফিকুল ইসলাম খান। যোগ দি‌য়ে‌ছেন এ‌বি পা‌র্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অ‌ধিকার সভাপ‌তি নূরুল হক নূর, এন‌সি‌পির সদস্য স‌চিব আখতার হোসেন, মূখ্য সংগঠক সার‌জিস আলম, নেজা‌মে ইসলাম পা‌র্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাস‌চিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাস‌চিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলা‌দেশ খেলাফত মহাস‌চিব জালাল উদ্দীন, খেলাফত আ‌ন্দোলন মহসচিব ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

মহাসমা‌বে‌শে যোগ দেন জাতীয় হিন্দু মহা‌জো‌টের মহাসবি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্ত্রের সভাপ‌তি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপ‌তি নির্মল রোজারিও।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প জ ম য় ত ইসল ম ইসল ম

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে অবস্থান, পদযাত্রা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে এগোতে থাকেন আন্দোলনরত শিক্ষকেরা।

পদযাত্রাটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের দিকে যায়। অন্যরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন।

বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে অবস্থান করছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ