চট্টগ্রামে পণ্যের মাননিয়ন্ত্রণ, আমদানি, রপ্তানিবাণিজ্য সহজীকরণ ও দ্রুত সেবার লক্ষ্যে অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলা বিএসটিআই ভবনের উদ্বোধন করেন জুলাই শহীদের মা কহিনুর আক্তার। তিনি ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা।

আজ শনিবার নগরীর আগ্রাবাদে বিএসটিআইর নতুন বিভাগীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.

শাহাদাত হোসেন, শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজালাল চৌধুরী।

মোছাম্মৎ কহিনুর আক্তার বলেন, আমি একজন শহীদ জননী। আমার ছেলে শান্ত একটি সুন্দর, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতো। সে চেয়েছিল এ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক। প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহীদ হয়েছে সেই লক্ষ্য যেন পূর্ণ হয়।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বন্দরনগরী চট্টগ্রামে আমদানি-রপ্তানিতে গতিশীলতা আনতে অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলা বিএসটিআই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যায়ক্রমে বিএসটিআইর ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে বিএসটিআইর সেবার জন্য চট্টগ্রামের মানুষকে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসট আইর লক ষ য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ