দ. আফ্রিকার কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান প্রিটোরিয়াস
Published: 28th, June 2025 GMT
টেস্ট অভিষেক ইনিংসেই চমৎকার সেঞ্চুরি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার ড্রি প্রিটোরিয়াস। অভিষেকে সেঞ্চুরি তুলে দক্ষিণ আফ্রিকার কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ১৫৩ রান করেছেন প্রিটোরিয়াস। ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার বয়স এখন ১৯ বছর ৯৩ দিন। তাতে কনিষ্ঠতম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেন। ভেঙেছেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলক ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এখনও মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে ১৭ বছর ৬১ দিনে আশরাফুল টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
আরো পড়ুন:
আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ওয়েস্ট ইন্ডিজের, জবাবদিহির আওতায় আনার পরামর্শ
দুই মেরুতে শান্ত-আমিনুল, ভবিষ্যৎ কী?
প্রিটোরিয়াস ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রান করেছেন। শুরুতে দক্ষিণ আফ্রিকা ৫৫ রান তুলতে ৪ উইকেট হারায়। সেখানে প্রিটোরিয়াস নেমে পাল্টা আক্রমণ করে দ্রুত রান করেন। তাতে বড় সংগ্রহের পথেই যাচ্ছে প্রোটিয়ারা। প্রিটোরিয়াস সহ রান পেয়েছেন আরেক অভিষিক্ত ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। ৫১ রান আসে তার ব্যাট থেকে।
অভিষেকে দক্ষিণ আফ্রিকার হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন প্রিটোরিয়াস। ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন জ্যাক রুডলফ। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ২২২ রান করেছিলেন ২০০৩ সালে। ১৯৯২ সালে হুডসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৬৩। প্রিটোরিয়াসের ব্যাট থেকে আজ এলো ঝলমলে ১৫৩।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ছ কর ছ ল ন র কর ড
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।