টেস্ট অভিষেক ইনিংসেই চমৎকার সেঞ্চুরি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার ড্রি প্রিটোরিয়াস। অভিষেকে সেঞ্চুরি তুলে দক্ষিণ আফ্রিকার কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তরুণ বাঁহাতি ব‌্যাটসম‌্যান। 

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ১৫৩ রান করেছেন প্রিটোরিয়াস। ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার বয়স এখন ১৯ বছর ৯৩ দিন। তাতে কনিষ্ঠতম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেন। ভেঙেছেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলক ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড এখনও মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে ১৭ বছর ৬১ দিনে আশরাফুল টেস্টে সেঞ্চুরি করেছিলেন। 

আরো পড়ুন:

আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ওয়েস্ট ইন্ডিজের, জবাবদিহির আওতায় আনার পরামর্শ

দুই মেরুতে শান্ত-আমিনুল, ভবিষ্যৎ কী?

প্রিটোরিয়াস ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রান করেছেন। শুরুতে দক্ষিণ আফ্রিকা ৫৫ রান তুলতে ৪ উইকেট হারায়। সেখানে প্রিটোরিয়াস নেমে পাল্টা আক্রমণ করে দ্রুত রান করেন। তাতে বড় সংগ্রহের পথেই যাচ্ছে প্রোটিয়ারা। প্রিটোরিয়াস সহ রান পেয়েছেন আরেক অভিষিক্ত ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। ৫১ রান আসে তার ব‌্যাট থেকে।

অভিষেকে দক্ষিণ আফ্রিকার হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন প্রিটোরিয়াস। ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন জ‌্যাক রুডলফ। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ২২২ রান করেছিলেন ২০০৩ সালে। ১৯৯২ সালে হুডসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৬৩। প্রিটোরিয়াসের ব্যাট থেকে আজ এলো ঝলমলে ১৫৩।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ছ কর ছ ল ন র কর ড

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

উয়েফা সুপার কাপ

পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)

সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)

সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস

সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ