গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলার আসামি হরগোবিন্দ বিশ্বাস নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোঃ সাজেদুর রহমান জানান, হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 

বাদল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

‘বজরঙ্গি ভাইজান’–এর সেই মুন্নি ফিরছেন

তাঁর নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাঁকে চেনেন ‘মুন্নি’ নামেই। ২০১৫ সালে কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় এটি ছিল তাঁর চরিত্রের নাম। সালমান খানের সঙ্গে সেই সিনেমায় অভিনয়ের পর থেকেই ছোট্ট ‘মুন্নি’ ব্যাপক পরিচিতি পান। তবে এরপর পড়াশোনার ব্যস্ততায় আর কাজ করা হয়নি। এক দশক পর অবশেষ অভিনয়ে ফিরছেন সেই হর্ষালি।

হর্ষালি যখন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র সাত বছর। এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পেরিয়ে গেছে। হর্ষালিও পরিণত হয়েছেন। এত বছর ধরে পর্দায় তাঁকে মিস করছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। হর্ষালি এখন যুক্ত হয়েছেন বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘অখণ্ড ২: থান্ডবম’-এ। বয়াপাটি শ্রীনুর পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে আছেন দক্ষিণের তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে হর্ষালির অভিষেক।

হর্ষালি মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ