গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলার আসামি হরগোবিন্দ বিশ্বাস নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোঃ সাজেদুর রহমান জানান, হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 

বাদল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

হলান্ডের জোড়া গোল, গোল দুই অভিষিক্তর, সিটির বড় জয়

উলভারহ্যাম্পটন ০: ৪ ম্যানচেস্টার সিটি

মলিন্যুতে ম্যাচ। তবু আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিটই ছিল ম্যানচেস্টার সিটি। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অপটা প্রেডিকটরের হিসেবে শতকরা ৯৪ ভাগ জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার সিটি। ভবিষ্যদ্বাণী মিলিয়ে বড় ব্যবধানেই জিতেছে সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে সিটিজেনরা।

দুই অর্ধে দুটি করে গোল করেছে সিটি। দুই অর্ধেই একটি করে গোল পেয়েছেন আর্লিং হলান্ড। সিটিতে যোগ দেওয়ার পর চার মৌসুমেই প্রথম ম্যাচে গোল করার ধারা ধরে রাখলেন নরওয়েজীয় স্ট্রাইকার। সিটির অন্য দুটি গোল দুই অভিষিক্ত খেলোয়াড় তিজানি রেইন্ডার্স ও রায়ান শেরকির।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে উলভসের মার্শাল মুনেতসির একটি গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। ২৬ মিনিটে সেই গোল বাতিলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। ৩৪ মিনিটে হল্যান্ডের গোল এগিয়ে যায় দলটি।

প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল পেয়েছেন সিটির ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স

সম্পর্কিত নিবন্ধ