আশরাফুল–গ্রায়েম পোলকদের মনে করিয়ে দিয়ে অভিষেকে রেকর্ড–ভাঙা সেঞ্চুরি প্রিটোরিয়াসের
Published: 28th, June 2025 GMT
‘আমি আসছি’—আগেই জানান দিয়ে রেখেছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস!
দক্ষিণ আফ্রিকার স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে দ্রুতই পেশাদার ক্রিকেটে পা রাখা প্রিটোরিয়াস টেস্ট অভিষেকে ইতিহাস গড়লেন সেঞ্চুরি করে। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
১৯ বছর ৯৩ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হলো প্রিটোরিয়াসের। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ১৫৩ রানের রেকর্ড–গড়া ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলকের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেটি ছিল গ্রায়েমের তৃতীয় টেস্ট।
সপ্তম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন প্রিটোরিয়াস। তাঁর আগে দলটির হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল জ্যাক রুডলফের। ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ২২২ রানে অপরাজিত ছিলেন রুডলফ। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা এখনো রুডলফেরই। প্রিটোরিয়াসের ১৫৩ তৃতীয় সর্বোচ্চ। রুডলফ ও প্রিটোরিয়াসের মাঝে আছেন ১৯৯২ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ড্রু হাডসনের ১৬৩।
লুয়ান–ড্রে প্রিটোরিয়াসের এই ছবিটা ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে