‘আমি আসছি’—আগেই জানান দিয়ে রেখেছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস!

দক্ষিণ আফ্রিকার স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে দ্রুতই পেশাদার ক্রিকেটে পা রাখা প্রিটোরিয়াস টেস্ট অভিষেকে ইতিহাস গড়লেন সেঞ্চুরি করে। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

১৯ বছর ৯৩ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হলো প্রিটোরিয়াসের। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ১৫৩ রানের রেকর্ড–গড়া ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলকের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেটি ছিল গ্রায়েমের তৃতীয় টেস্ট।

সপ্তম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন প্রিটোরিয়াস। তাঁর আগে দলটির হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল জ্যাক রুডলফের। ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ২২২ রানে অপরাজিত ছিলেন রুডলফ। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা এখনো রুডলফেরই। প্রিটোরিয়াসের ১৫৩ তৃতীয় সর্বোচ্চ। রুডলফ ও প্রিটোরিয়াসের মাঝে আছেন ১৯৯২ সালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ড্রু হাডসনের ১৬৩।

লুয়ান–ড্রে প্রিটোরিয়াসের এই ছবিটা ২০২৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র কর ড র ডলফ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

উয়েফা সুপার কাপ

পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)

সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)

সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস

সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ