টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হামলার ঘটনায় মামলা
Published: 29th, June 2025 GMT
টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২৮ জুন) রাতে গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী বাদী হয়ে মামলাটি করেন৷
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গতকালের ঘটনায় রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।
মামলায় গাজীপুর মহানগরীর গাজীপুরা কাজীবাড়ী পুকুরপাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী হারুন অর রশিদ (৫০) প্রধান আসামি। মামলাটি করা হয়েছে ২৮ জনের নামে। মামলার আসামি সবাই বিএনপি নেতাকর্মী।
এসব আসামিরা হলেন- ফারহাদ বিন প্রবাল, আবু সাঈদ মোল্লা, কাজী মামুন, নুরুল আমিন বাবু, আব্দুল্লাহ আল মামুন, বাদশা, আদনান খান, কাউসার, জসিম, তারা মিয়া, এম এস আরিফ, আরেফিন সিদ্দিক বুলবুল, আসাদুজ্জামান মামুন, আজিজুর রহমান টিপু , নাহিদ, সেলিম, সোহেল আহাম্মেদ ময়না, মাইদুল মোল্লা সেলিম মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল ইসলাম, মইনুদ্দিন পোইটকা মইন, আলমগীর হোসেন, নাজমুল করিম বাবু, ফজলে রাব্বিসহ অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জন।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গাজীপুরা পশ্চিমপাড়া স্যার্টান টেক্সটাইলস লিমিটেড থেকে চুক্তিপত্র অনুযায়ী বাতিলকৃত কাপড় (জুট) ক্রয়ে কয়েকজনকে নিয়ে শনিবার বেলা ১১ টার দিকে বাদি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে বিবাদীরা তাদের মারধর করে। একপর্যায়ে তারা ১০-১২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো