মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এখন আর বোনের পরিচয় নন, ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলছেন অভিনেত্রী হিসেবেও। ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’-এর মতো নাটকে দেখা মিলেছিল তাঁর। এবার তিনি হাজির হচ্ছেন নতুন এক আবেগঘন গল্প নিয়ে-নাটকের নাম ‘অনুতপ্ত’।
নাটকটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাঁর ভাষায়,
‘এটি একটি পারিবারিক গল্প। বাবার দায়িত্ববোধ, ভালোবাসা, সন্তানকে ঘিরে তার মানসিক টানাপোড়েন-এই আবহেই গল্পটি সাজানো। দর্শক খুব সহজেই নিজেদের খুঁজে পাবেন এখানে।’
‘অনুতপ্ত’-এর কেন্দ্রীয় চরিত্রে মালাইকার সঙ্গে অভিনয় করেছেন পার্থ শেখ। এর আগে তাঁকে ফারহান আহমেদ জোভান এবং ইয়াশ রোহানের সঙ্গে কাজ করতে দেখা গেছে। নতুন নাটকেও তার অভিনয়ে রয়েছে সংবেদন ও স্থিরতা।
নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, শিবা শানু এবং তানজিম হাসান অনিক। ঢাকার নানা লোকেশনে এর দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে।
সম্পর্কের আড়ালে জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর একটুখানি অনুতাপ-এই অনুভবগুলো ঘিরেই সাজানো হয়েছে নাটকের কাহিনি।
নাটকটি শিগগিরই মুক্তি পাবে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নির্দিষ্ট কয়েকটি এলাকায়।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। এসব স্থানে সব শ্রেণির গ্রাহক-ব্যক্তিগত, বাণিজ্যিক বা শিল্প গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।
এ ছাড়া ডিএনডি বাঁধসংলগ্ন আরো কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ঢাকা/হাসান/মাসুদ