কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ খাতের উন্নয়নে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসব বাধা দূর করতে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ক্ষমতায় এলে কোন দল এসএমই খাতের উন্নয়নে কী পদক্ষেপ নেবে, তার সুস্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে  আগামী নির্বাচনের  ইশতেহারে তা উল্লেখ করতে হবে।

টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের মূল চালিকাশক্তি হিসেবে এমএসএমই খাতের ভূমিকাবিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেছেন সরকারি-বেসরকারি প্রতিনিধিরা। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ভবনে এমএসএমই দিবস উপলক্ষে বিডা এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।
আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, যুবসমাজ যদি তাদের দক্ষতা কাজে লাগিয়ে এসএমই উদ্যোক্তা হতে পারে, সে জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, একটি উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতির জন্য দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। উন্নত বিনিয়োগ পরিবেশে এসএমই খাতকে শক্তিশালী করা সময়ের দাবি।
আলোচনায়  গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড.

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে সরকারকে তা শুধু বললেই হবে না, কাজেও প্রমাণ করতে হবে। এ খাতকে এগিয়ে নিতে দরকার রাজনৈতিক অঙ্গীকার। তাই ক্ষমতায় এলে কোন দল এসএমই খাতের উন্নয়নে কী পদক্ষেপ নেবে, আগামী নির্বাচনের ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে তা স্পষ্ট করার আহবান জানান তিনি। 
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিল্প মন্ত্রণালয়, এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এসএমই ফাউন্ডেশনের জন্য স্থায়ী অবকাঠামো, পণ্য প্রদর্শন কেন্দ্র, ইনকিউবেশন স্পেস ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এমএসএমই দিবস উপলক্ষে সকাল ১০টায় আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে বিডা ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ ছাড়া দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএমই এসএমই খ ত র র জন ত ক সরক র

এছাড়াও পড়ুন:

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্ব কাল, বিজয়ী দল যাবে যুক্তরাষ্ট্রে

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতায় দেশ সেরা ১৫টি স্টার্টআপ প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ পর্বে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার টাকার বিনিয়োগ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোতে অনুষ্ঠেয় স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের গ্লোবাল ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে চূড়ান্ত পর্বে সেরা দল পাবে ১০ লাখ মার্কিন ডলার।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ স্টার্টআপ প্রতিযোগিতা হিসেবে পরিচিত, যা যুক্তরাষ্ট্রভিত্তিক পেগাসাস টেক ভেঞ্চারসের উদ্যোগে ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উদ্ভাবনী স্টার্টআপগুলোকে বিনিয়োগকারী, করপোরেট ব্যক্তিত্ব এবং প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি অনন্য সুযোগ করে দেয়। বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্বের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান। প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান বলেন, ‘এই প্রতিযোগিতা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনের একটি অসাধারণ সুযোগ। আমরা দেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতে পেরে আনন্দিত।’

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বের চূড়ান্ত আসরে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রিচার্ট, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ ও অধ্যাপক রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।

বিশেষ অতিথি থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম আর কবির এবং সহ–উপাচার্য মোহাম্মদ মাসুম ইকবাল।

সম্পর্কিত নিবন্ধ

  • স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্ব কাল, বিজয়ী দল যাবে যুক্তরাষ্ট্রে