ফুটবল যাদের নেশা, তাদের চোখ ছিল একটাই ম্যাচে, বায়ার্ন মিউনিখ বনাম ফ্ল্যামেঙ্গো। একদিকে ইউরোপের বরফশীতল কৌশল, অন্যদিকে লাতিন আমেরিকার জ্বলন্ত আবেগ। দুইয়ের সংঘাতে শেষ হাসি হেসেছে বাভারিয়ান যন্ত্রনির্মাতা বায়ার্ন। রোববার দিবাগত রাতে ৪-২ গোলের জয় তুলে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ যেন ছিল এক ফুটবল থ্রিলার। দ্রুত গোল, আত্মঘাতী ভুল, পেনাল্টি আর হ্যারি কেইনের দ্বৈত আঘাত।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই ফ্ল্যামেঙ্গো নিজেদের জালেই বল পাঠিয়ে এগিয়ে দেয় বায়ার্নকে। এক আত্মঘাতী ভুলে খেলার রঙ বদলে যায়। এরপর ৯ মিনিটে দূর থেকে দুরন্ত বাঁ পায়ের শটে হ্যারি কেইন দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দিলেন এটা তাদের রাত।

আরো পড়ুন:

সান সিরোতে ইন্টারের বায়ার্ন পরীক্ষা

‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড

জার্মান রক্ষণভাগে ফাটল ধরাতে দেরি করেননি জেরসন। ৩৩ মিনিটে ফিলিপে লুইজের পাসে গোল করে ২-১ ব্যবধানের বার্তা দেন ব্রাজিলিয়ানরা। কিন্তু বায়ার্নের মধ্যমাঠে থাকা গোরেতজকা ৪১ মিনিটে তৃতীয় গোল করে আবার ব্যবধান বাড়িয়ে দেন। প্রথমার্ধ শেষে স্কোরলাইন— বায়ার্ন ৩, ফ্ল্যামেঙ্গো ১।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-২ করে ম্যাচে উত্তেজনা ফেরান ফ্ল্যামেঙ্গোর জর্জিনহো। এরপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ব্রাজিলিয়ান দলটি। কিন্তু শেষ প্রহরে ফের দৃশ্যপটে হ্যারি কেইন। ৭৩ মিনিটে করা তার দ্বিতীয় গোলই নিশ্চিত করে দেয় জার্মান জয়ের ছক।

শেষ দিকে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ফ্ল্যামেঙ্গো। গোললাইন পেরোতে পারল না বল, পেরোতে পারল না প্রতিরোধশীল বায়ার্নকে।

এমন দাপুটে ফুটবলের পর ব্রাজিলের আরেক প্রতিনিধি ফ্ল্যামেঙ্গোও বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। আর বায়ার্ন পা রাখল শেষ আটে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা পিএসজি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

এঁচোড় গোশতের রেসিপি

উপকরণ

কাঁচা কাঁঠাল টুকরা করা ১ বাটি, গরুর মাংস ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, হলুদগুঁড়া আধা চামচ, রসুন কোয়া ৫-৬টি, মরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলা ও তেজপাতা পরিমাণমতো, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

আরও পড়ুনপাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি ১৩ আগস্ট ২০২৫প্রণালি

গরম ফুটন্ত পানিতে কাঁচা কাঁঠাল একটু লবণসহ দিয়ে বলক এনে আধা সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে এতে রসুন কোয়া, তেজপাতা, গরমমসলা ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে এতে একে একে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিন। মাংস কষিয়ে নিয়ে এতে পরিমাণমতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর এতে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুনপালংশাক দিয়ে কাসুন্দি মুরগির রেসিপি৩১ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এঁচোড় গোশতের রেসিপি
  • সম্পর্ক অস্বীকার, ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
  • চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
  • চট্টগ্রামে অটোরিকশা জব্দ করায় পুলিশ বক্স ভাঙচুর, আটক দুই
  • দুই শিশুসন্তানকে নিয়ে জীবনসংগ্রামে নামা সেই বাবা পেলেন রিকশা
  • কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
  • মালয়েশিয়ায় আরো বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন: আশা প্রধান উপদেষ্টার
  • ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর
  • ‘বিদায় দেওয়ার সময় বলেছেন, দুজন গাড়িতে ঘুমাবেন, আর ফোন ধরেননি’
  • স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে ভয়ংকর ক্ষতি করতে পারে গুগলের জেমিনি এআই