আফ্রিকার দেশ উগান্ডায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি। এর মধ্য দিয়ে মুসোভেরি দেশটিতে তাঁর প্রায় চার দশকের শাসনামল আরও দীর্ঘ করতে চাইছেন।

মুসোভেনির বয়স এখন ৮০ বছর। গত রাতে প্রেসিডেন্ট মুসোভেনি ঘোষণা দেন, আসছে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন। প্রতিনিধিত্ব করবেন নিজের দল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম)।

টানা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্য দিয়ে ১৯৮৬ সালে উগান্ডায় ক্ষমতায় বসেছিলেন মুসোভেনি। এর পর থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের পদে আছেন।

এনআরএম দুই দফায় দেশের সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদকাল আর বয়স নিয়ে বিদ্যমান সীমা তুলে নিয়েছে। এর ফলে উগান্ডার প্রেসিডেন্ট পদে মুসোভেনির রয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক কোনো বাধা নেই।

অধিকার গোষ্ঠীগুলো মুসোভেনির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিন্নমত দমন এবং শাসনক্ষমতা পাকাপোক্ত করার অভিযোগ এনেছে। যদিও মুসোভেনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রেসিডেন্ট মুসোভেনি বলেন, উগান্ডাকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার কোটি ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে চান তিনি। এ জন্য আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি নির্বাচনে চ্যালেঞ্জ করেছেন পপ তারকা ববি ওয়াইন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ষমত

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় মা–ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় মাদক কারবার বন্ধের চেষ্টা করায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তিরা হলেন বসন্তপুর গ্রামের প্রয়াত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল হোসেন (৪০) পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিল্লাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ সকালে বিল্লাল হোসেন তাঁর বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করেন। তখন ছোট ভাই কামাল তাঁকে মাদক নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বিল্লাল তাঁর ঘরে ঢুকে ছুরি নিয়ে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।

আজ বেলা একটার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করার কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ছোট ভাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাঁদের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘদিনের বিরোধ আছে। এই ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিল্লাল হোসেনকে আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ