সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা শেখ হারুন অর রশিদ আটক
Published: 30th, June 2025 GMT
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) দিবাগত রাত ১২টায় সদর উপজেলার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আটক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আজ (সোমবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
২০১৯ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুনসুর আহমেদ সভাপতি এবং নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন। পরবর্তীতে ২০২১ সালের ৮ জানুয়ারি দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে শেখ হারুন আর রশিদ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
ঢাকা/শাহীন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫