বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে পরিসংখ্যান
Published: 1st, July 2025 GMT
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যধকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
সীমিত পরিসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দুই দলের পরিসংখ্যানে চোখ বুলনো যাক,
১০
দুই দল এখন পর্যন্ত ১০টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। ২০০২ সালে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলে দুই দল। সবশেষ ২০২৪ সালে। শ্রীলঙ্কা ছয়টি ও বাংলাদেশ দুটি সিরিজ জিতেছে। দুটি সিরিজ ড্র হয়েছে।
৫৭
মুখোমুখি ৫৭ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৪৩ ম্যাচে। বাংলাদেশের ১২ ম্যাচে। ২ ম্যাচে কোনো ফল আসেনি।
৩৫৭/৯
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান করেছে শ্রীলঙ্কা। ২০০৮ সালে লাহোরে এশিয়া কাপের ম্যাচে ৯ উইকেটে ৩৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৪।
৭৬
সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজেদের কাছে রাখতে না পারলেও সর্বনিম্ন রানের তালিকায় উপরে রয়েছে বাংলাদেশের নাম। ২০০২ সালে কলম্বোর এসএসসি স্টেডিয়ামে মাত্র ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার সর্বোচ্চ রান ১২৪।
১৯৮
রানের হিসেবে সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার। ২০০৭ সালে পোস্ট অব স্পেনে বাংলাদেশকে ১৯৮ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশকে ৩১১ রানের টার্গেট দিয়েছিল তারা। বাংলাদেশের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় ১৬৩।
১২০৭
দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। ৩৯ ম্যাচে মুশফিকুর ১২০৭ রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন কুমার সাঙ্গাকারা। ৩১ ম্যাচে ১২০৬ রান করেছেন সাঙ্গাকারা।
১৬১*
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ১৬১। তিলকারত্নে দিলশান ২০১৫ সালে মেলবোর্নে ১৬১ রান করেছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান মুশফিকুরের। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রান করেছিলেন মুশফিকুর।
৫
কুমার সাঙ্গকারা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
৫
বাংলাদেশের পেসার রুবেল হোসেন সর্বোচ্চ ৫টি ডাক মেরেছেন দুই দলের খেলোয়াড়দের মধ্যে।
২৪৮
এক সিরিজে সর্বোচ্চ ২৪৮ রান করার রেকর্ডটি নিজের দখরে রেখেছেন তিলকারত্নে দিলশান। ২০১৪ সালে ৩ ওয়ানডেতে ২৪৮ রান করেছিলেন দিলশান। ২টিই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।
৩১
দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩১ উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন।
২৫/৬
সেরা বোলিংয়ের রেকর্ডটা চামিন্দা ভাস নিজের দখলে রেখেছেন। ২০০৩ সালে বিশ্বকাপের ম্যাচে প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিলেন ভাস। ওই ম্যাচেই ২৫ রানে ৬ উইকেট নেন বাঁহাতি পেসার।
৪
দুই দলের মোট ৪ বোলার ইনিংসে ৫ উইকেট পাওয়ার স্বাদ পেয়েছেন। দুশমন্থ চামিরা, চামিন্দা ভাস ও মুত্তিয়া মুরালিধরন ৫ উইকেট পেয়েছেন একবার করে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক।
৮৬
আব্দুর রাজ্জাক ২০০৭ সালে ১০ ওভারে ৮৬ রান দিয়েছিলেন নিজের বোলিং স্পেলে। যা এখনও দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল।
৯
দুশমন্ত চামিরা ও সনাৎ জয়াসুরিয়া এক সিরিজে সর্বোচ্চ ৯টি করে উইকেট পেয়েছেন।
১৮
২৬ ম্যাচে ১৮ ক্যাচ নিয়ে সবার উপরে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে।
২১৫
জুটিতে সর্বোচ্চ রান করেছেন মাহেলা জয়াবর্ধনে ও উপল থারাঙ্গা। ২০১০ সালে মাহেলা ও থারাঙ্গা বাংলাদেশের বোলারদের হতাশ করে ২১৫ রানের জুটি গড়েছিলেন।
৩৯
দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২০০৭ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত মোট ৩৯ ম্যাচ খেলেছেন মুশফিকুর।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ন র ন কর ছ ল র ন কর ছ ন কর ছ ল ন প রথম সবচ য়
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না
যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে বলেছিলেন, এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়সংগত। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো দেশ নয়।
২০০০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন, ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো ওই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি।
বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষরের দুই বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
সে কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা আমেরিকার মাটিতে নেই।
এদিকে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আইসিসির প্রতি বৈরিতা করছে। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছেন, এমন অভিযোগের তদন্ত করায় আইসিসির ওই সব কর্মকর্তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।
আইসিসির এখতিয়ারের এই ঘাটতিই পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়ার একটি কারণ হতে পারে।
অবশ্য আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়ায় ২০২৩ সালের আগস্টে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অনুরোধ করা হলেও তাতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটি। সে জন্য মঙ্গোলিয়াকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি।
শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন কেবল ততটাই কার্যকর হয়, যতটা দেশগুলোর সরকার এবং তাদের নেতারা কার্যকর করতে চান। আর এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এই সাক্ষাৎ তাঁর পছন্দ মতো করতে তাঁকে আটকানোর মতো কিছুই নেই।