টঙ্গীর স্যাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও যুবদল নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় মামলা করেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির। এ মামলা করায় বাদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এতে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে ঝুট ব্যবসা করা ও নিজ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করার কারণে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এজাহার থেকে জানা গেছে, হুমায়ুন কবির ঝুট আনতে গেলে বেশ কয়েকজন পোশাক কারখানায় ঢুকে তাঁকে মারধর করে। এ সময় তারা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। মামলায় শনাক্ত ২৮ জনের মধ্যে অধিকাংশ আসামি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আসামিরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার অনুসারী।

এর আগে ২৩ মে একই প্রতিষ্ঠানের ঝুট নিয়ে এই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হন। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হলে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই কারখানার ঝুট ব্যবসা নিয়ে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে।

দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশের বিষয়ে অভিযুক্ত কাজী হুমায়ুন কবির বলেন, ‘স্যাটার্ন গার্মেন্টসের সঙ্গে চুক্তিপত্র করে ঝুট ব্যবসা করি। ঝুট আনতে গেলে তারা আমার লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় থানায় একটি মামলা করি। ওই বিষয়টিকে কেন্দ্র করে আমাকে শোকজ করা হয়েছে।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ঝ ট ব যবস ন ত কর ম ব এনপ

এছাড়াও পড়ুন:

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা করে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

সম্পর্কিত নিবন্ধ