হল থেকে উত্তরপত্র নিয়ে পালাল পরীক্ষার্থী
Published: 1st, July 2025 GMT
পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছেন এক পরীক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার এফকরিম আলিম মাদরাসায় ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে।
এদিকে, ওই ঘটনায় পালিয়ে যাওয়া পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি দিয়েছেন পরীক্ষা কমিটি।
কক্ষ পরির্দশক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নকল সরবরাহের সময় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই, আবার চলছে পুরোদমে
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুই কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা/তাওহিদুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এইচএসস পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন এক সন্তানের জননী
ফতুল্লায় পরকীয়া প্রেমিকের হাত ধরে ৫ বছরের শিশু সন্তান কে রেখে পালিয়ে গেছে লাইলী বানু (২৫) নামের এক গৃহবধু। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন(৩০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,৯ বছর পূর্বে ঠাকুরগাও জেলার হরিহরপুর থানার ডাঙ্গিপাড়া গ্রামের মাইনুল হকের মেয়ে লাইলী বানুর সাথে বাদী আনোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে আবির নামের ৫ বছরের এক শিশু সন্তান রয়েছে।
বিয়ের পর তারা ফতুল্লার ভোলাইল মিনার গার্মেন্টস নামক এলাকায় ভাড়ায় বসাবাসের পাশাপাশি গার্মেন্টেসে চাকুরি করে আসিতেছিলো। ৩-৪ মাস পূর্বে বাদীর স্ত্রী লাইলী বানু পরিকিয়ায় জড়িয়ে পরকিয়া প্রেমিকের সাথে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে পুনরায় তারা এক সাথে ঘর-সংসার করিতে থাকে। পরবর্তীতে চলতি মাসের ২০ তারিখে ৫ বছরের সন্তান কে ফেলে রেখে বাসায় থাকা দেড় লাখ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় বাদীর স্ত্রী লায়লী বানু।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আফতাব উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।