পাকাপাকিভাবে ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে লাল সবুজের দলের মিরাজ যুগ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশেরও। দীর্ঘ ২০ বছর পর পাঁচ পান্ডবের কেউ একজনকে ছাড়া খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। 

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০২৩ সালের এশিয়া কাপে, ভারতের বিপক্ষে জয়। ১৩ ম্যাচ খেলে মাত্র ১ জয়। 

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনই হবে মিরাজদের যাত্রা। সবশেষ চার ম্যাচে লঙ্কানরা জয় পেয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তাই চারিথ আসালাংকার দলের বিপক্ষে তাদেরই মাঠে সবটুকু দিয়ে লড়া ছাড়া কোনো উপায় নেই।  

প্রেমাদাসার উইকেট সাম্প্রতিক সময়ে মন্থর আচরণ করলেও দুই দলেরই অধিনায়ক মনে করছেন উইকেট হবে ব্যাটিং বান্ধব। 

লংকান অধিনায়কের মতে,  “সাধারণত প্রেমাদাসার উইকেট স্পিন–সহায়ক। তবে আশা করছি, এই ম্যাচটা ভালো উইকেটে হবে, যেটা তেমন স্পিন–সহায়ক নয়। আমার মনে হয়, এটা ব্যাটসম্যানদের জন্যই ভালো হবে।“

তার সঙ্গে সুর মিলিয়ে মিরাজ বলেন, “উইকেট যেটুকু দেখেছি, আমার মনে হয়েছে, এটা ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট।“ 

উইকেট যেমনই হোক ম্যাচে যারা সেরাটুকু দিতে পারবেন তারাই হাসবেন শেষ হাসি।  মিরাজদের জন্য কী অপেক্ষা করছে বলে দেবে সময়।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।

এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

সম্পর্কিত নিবন্ধ