পাকাপাকিভাবে ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে লাল সবুজের দলের মিরাজ যুগ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশেরও। দীর্ঘ ২০ বছর পর পাঁচ পান্ডবের কেউ একজনকে ছাড়া খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। 

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০২৩ সালের এশিয়া কাপে, ভারতের বিপক্ষে জয়। ১৩ ম্যাচ খেলে মাত্র ১ জয়। 

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনই হবে মিরাজদের যাত্রা। সবশেষ চার ম্যাচে লঙ্কানরা জয় পেয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তাই চারিথ আসালাংকার দলের বিপক্ষে তাদেরই মাঠে সবটুকু দিয়ে লড়া ছাড়া কোনো উপায় নেই।  

প্রেমাদাসার উইকেট সাম্প্রতিক সময়ে মন্থর আচরণ করলেও দুই দলেরই অধিনায়ক মনে করছেন উইকেট হবে ব্যাটিং বান্ধব। 

লংকান অধিনায়কের মতে,  “সাধারণত প্রেমাদাসার উইকেট স্পিন–সহায়ক। তবে আশা করছি, এই ম্যাচটা ভালো উইকেটে হবে, যেটা তেমন স্পিন–সহায়ক নয়। আমার মনে হয়, এটা ব্যাটসম্যানদের জন্যই ভালো হবে।“

তার সঙ্গে সুর মিলিয়ে মিরাজ বলেন, “উইকেট যেটুকু দেখেছি, আমার মনে হয়েছে, এটা ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট।“ 

উইকেট যেমনই হোক ম্যাচে যারা সেরাটুকু দিতে পারবেন তারাই হাসবেন শেষ হাসি।  মিরাজদের জন্য কী অপেক্ষা করছে বলে দেবে সময়।

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ