কলম্বোয় শুরু হচ্ছে বাংলাদেশের মিরাজ যুগ
Published: 2nd, July 2025 GMT
পাকাপাকিভাবে ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে লাল সবুজের দলের মিরাজ যুগ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশেরও। দীর্ঘ ২০ বছর পর পাঁচ পান্ডবের কেউ একজনকে ছাড়া খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০২৩ সালের এশিয়া কাপে, ভারতের বিপক্ষে জয়। ১৩ ম্যাচ খেলে মাত্র ১ জয়।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনই হবে মিরাজদের যাত্রা। সবশেষ চার ম্যাচে লঙ্কানরা জয় পেয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তাই চারিথ আসালাংকার দলের বিপক্ষে তাদেরই মাঠে সবটুকু দিয়ে লড়া ছাড়া কোনো উপায় নেই।
প্রেমাদাসার উইকেট সাম্প্রতিক সময়ে মন্থর আচরণ করলেও দুই দলেরই অধিনায়ক মনে করছেন উইকেট হবে ব্যাটিং বান্ধব।
লংকান অধিনায়কের মতে, “সাধারণত প্রেমাদাসার উইকেট স্পিন–সহায়ক। তবে আশা করছি, এই ম্যাচটা ভালো উইকেটে হবে, যেটা তেমন স্পিন–সহায়ক নয়। আমার মনে হয়, এটা ব্যাটসম্যানদের জন্যই ভালো হবে।“
তার সঙ্গে সুর মিলিয়ে মিরাজ বলেন, “উইকেট যেটুকু দেখেছি, আমার মনে হয়েছে, এটা ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট।“
উইকেট যেমনই হোক ম্যাচে যারা সেরাটুকু দিতে পারবেন তারাই হাসবেন শেষ হাসি। মিরাজদের জন্য কী অপেক্ষা করছে বলে দেবে সময়।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীর দোয়েল চত্বর থেকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই
রাজধানীর শাহবাগ দোয়েল চত্বর এলাকায় অস্ত্র ঠেকিয়ে মানিক মিয়া নামে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচা করেন। বুধবার দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার পথে ৩-৪ জন রিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। না করলে মেরে ফেলার হুমকি দেয়।’
ঢাকার শাহবাগ থানার এসআই মনোজ প্রভাকর রায় বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না; ম্যানুয়ালি তদন্ত করছি। মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন।