জাহিদ হাসান বললেন, শাকিবকে আরও বড় দেখতে চাই
Published: 3rd, July 2025 GMT
দীর্ঘদিন পর বড় পর্দায় ‘উৎসব’ সিনেমা দিয়ে ফিরেছেন জাহিদ হাসান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসিত হচ্ছেন তিনি। তবে এরইমাঝে খানিকটা বিতর্কে জড়ালেন এই অভিনেতা।
সম্প্রতি জাহিদ হাসান একটি সাক্ষাৎকারে শাকিব খানের নামে পাশে ‘মেগাস্টার’ শব্দটি ব্যবহার বিষয়ে আপত্তি জানান। এরপর থেকেই শুরু হয়েছে এই অভিনেতাকে নিয়ে সমালোচনা। বিশেষকরে শাকিব ভক্তরা বেজায় চটেছেন তার ওপর।
বুধবার জুলাই আরেকটি সাক্ষাৎকারে জাহিদ হাসান বিষয়টি নিয়ে কথা বলেন। এই অভিনেতার মতে, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি সব সময় একটা কথা মানি, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আমি নিজেই তো ছোট মানুষ, শাকিব খানকে ছোট করতে যাব কেন? হয় আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি। এটি ভুল বোঝাবুঝি। আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বুঝাতে পারিনি।’
টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খানের কথা উল্লেখ করে জাহিদ হাসান বলেন, ‘কেউ নিজেই যখন বড় মানুষ হয়ে যায়, তার সামনে অন্যকোনও বিশেষণ লাগে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্যকিছু দেওয়ার দরকার আছে? এই চিন্তু থেকে আমি আগের কথা বলেছি। শাকিব আজ যে জায়গায় গেছে, আমি তাকে আরও বড় দেখতে চাই।’
জাহিদ হাসানের কথায়, ‘আমি শাকিব ভক্তদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক বিষয়। কিন্তু তারা বিষয়টি (আগের মন্তব্য) বুঝতে পারলে শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি? এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’
অভিনেতা বলেন, ‘শাকিব খান তো আমাদেরই। আমাদের জিনিস আমাদের করে রাখতে হবে। নিজেরা এ রকম করলে খারাপ, এসব ভালো নয়। সবসময় মাথায় রাখতে হবে, কাউকে ছোট করে কখনও কেউ বড় হতে পারে না।’
তারকাদের মধ্যে বিরোধ বা হানাহানি কখানো ভালো বিষয় না বলেও জানান জাহিদ হাসান। এগুলো থেকে ব্যক্তিজীবনে দূরে থাকতে চান তিনি।
জাহিদ হাসানের ভাষ্য, ‘শিল্পীদের মধ্যে বিরোধ-হানাহানি কখনোই ভালো না। ধর্মগ্রন্থ, পাঠ্য বই কিংবা সামাজিকতায় যেটাই বলি না কেন সবখানে হানাহানির বিরোধীতা করা হয়েছে। এগুলো কখনোই ভালোকিছু বয়ে আনে না। তাই আমি ব্যক্তিগতভাবেও নিজেদের মধ্যে কোনো ধরণের মনমালিন্য চাই না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫