এই ম্যাচ বোধ হয় এর চেয়ে বেশি রোমাঞ্চকর হতে পারত না। ১৩৩ রানের জবাবে ৪৭ রানে ৭ উইকেট নেই। পাকিস্তানের হারটাই তখন ভবিতব্য। কিন্তু সালমান আগার দল সেখান থেকেও দেখাল ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যদিও শেষটা হার দিয়েই।

শেষ ২ ওভারে দরকার ছিল ২৮ রান, শেষ ওভারে পাকিস্তান জয় থেকে মাত্র ১৩ রান দূরে। হাতে ১ উইকেট। এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ জয় কিংবা পাকিস্তানের সিরিজে ফেরা—দুটোই হতে পারত সেখান থেকে। হলো শেষ পর্যন্ত প্রথমটি। ৪ বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হার পাকিস্তানের, বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত এক ম্যাচ হাতে রেখেই।

শেষ দিকে খেলাটা ‘জমিয়ে’ দিয়েছিলেন আসলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই বাউন্ডারি আর এক ছক্কা খেয়ে ১৯তম ওভারেই দিয়ে দেন ১৫ রান। শেষ বলে অবশ্য বোল্ড করেছেন ৩২ বলে ৫১ রান করে পাকিস্তানকে ম্যাচে ফেরানো ফাহিম আশরাফকে, বাংলাদেশও আবার ম্যাচে ফেরে তখনই। শেষ ওভারে অবশ্য মোস্তাফিজুর রহমানও শুরু করেছিলেন প্রথম বলে আহমেদ দানিয়ালের ব্যাটে চার খেয়ে। তবে পরের বলেই বাংলাদেশকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়ে মিডউইকেটে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন দানিয়াল।

ফাহিম আশরাফু বোল্ড, পাকিস্তানের ম্যাচজয়ের আশাও যেন শেষ সেখানেই.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র জ জয়

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ