দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
Published: 10th, July 2025 GMT
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়েছেন অন্তত ২ শতাধিক পরিবার। এছাড়া মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ছোট মেরুং বাজার এলাকা, সোবহানপুর, চিটাগাংপাড়াসহ কয়েকটি গ্রাম এখনো ডুবে আছে।
এদিকে, স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে থাকায় রাঙ্গামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গত সোমবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। ভারী বর্ষণের ফলে বুধবার (৯ জুলাই) দুপুরের পানি বেড়ে সড়ক তলিয়ে যায়। বৃহস্পতিবার (১০ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কটি পানির নিচে তলিয়ে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
আরো পড়ুন:
আলুর হিমাগার ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ
মঙ্গলবার থেকে সিলেটে শ্রমিকদের ধর্মঘটে গণপরিবহন বন্ধ
দীঘিনালা ছোট মেরুং এলাকার বাসিন্দা মো.
এছাড়া বন্যা কবলিত মেরুং এলাকার ২৩টি পরিবার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছে দীঘিনালা উপজেলা প্রশাসন।
দীঘিনালার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, “তাদের রান্ন করা খাবার দেওয়া হয়েছে। তবে আশ্রয় নেওয়া লোকজনের দরকার শুকনা খাবার। তাই তাদের রান্না করা খাবারের পাশাপাশি শুকনা খাবারো দেওয়া হচ্ছে। এছাড়া শিশু ও বয়স্কদের জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে। পরিস্থিতি অবনতি হলে আরো ভালো ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রূপায়ন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন
এছাড়াও পড়ুন:
শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) তিন নেতার ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদার) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ আগামী ১ মাসের জন্য স্থগিত করা হলো।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর করেন তারা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।