ইন্টারপোলের মাধ্যমে এক আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
Published: 24th, July 2025 GMT
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীতে পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, আসামি মহসিন ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে হারুনুর রশিদ খানের শিবপুরের বাড়িতে ঢুকে গুলি করা হয়। ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
হারুনুর রশিদ গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর তাঁর ছেলে আমিনুর রশিদ খান ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হলেন শিবপুরের কামারগাঁও এলাকার আরিফ সরকার, ইরান মোল্লা ও হুমায়ুন, পূর্ব সৈয়দনগরের মহসিন মিয়া, মুনসেফেরচরের মো.
সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের আগের দিন রাত ৮টা ৪৩ মিনিটে আসামি আরিফ সরকার একটি বিদেশি নম্বর থেকে হারুনুর রশিদকে কল করে বলেন, ‘বিদেশে চলে এসেছি। আগামীকাল মহসিন মিয়া মসজিদের জন্য অনুদান দিতে কিছু টাকা নিয়ে আপনার কাছে যাবে।’ হারুনুর রশিদ তাঁকে পরদিন সকালে পাঠাতে বলেন। পরদিন সকাল ৬টা ১৩ মিনিটে মহসিন একটি মোটরসাইকেলে দুটি পিস্তলসহ দুজন শুটার নিয়ে তাঁর বাসার নিচে গিয়ে কল দিয়ে বলেন, ‘আরিফ আমাকে মসজিদের অনুদানের জন্য কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, আমি আপনার বাসার নিচে আছি।’ হারুনুর রশিদ নিজেই দরজা খুলে তিনজনকে তৃতীয় তলার ড্রয়িংরুমের সোফায় বসতে বলেন। কুশলাদি বিনিময়ের পর ‘তোমাদের জন্য একটু ফল কেটে নিয়ে আসি’ বলে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুজন হারুনুর রশিদের কোমরে গুলি করেন। পরে তিনজন মোটরসাইকেলে চেপে পালিয়ে যান। পথে মোটরসাইকেলটি ফেলে দিয়ে অপেক্ষায় থাকা একটি প্রাইভেট কারে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত হয়ে দুবাইয়ে পালিয়ে যান।
ঘটনার পরপরই গাড়িচালক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে শিবপুর থানা-পুলিশ। জড়িত থাকার দায় স্বীকার করে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ২০২৩ সালের ৭ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা শাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ ফরহাদ হোসেন (৩৪) ও আরিফুল ইসলাম (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করে। পিবিআই মামলার তদন্তভার পাওয়ার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনিও দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জহিরুল জিজ্ঞাসাবাদে পিবিআইকে জানান, আসামি আরিফের পরিকল্পনায় মহসিন মিয়া, ইরান মোল্লা ও মোবারক উপজেলা চেয়ারম্যানকে গুলি করে বিদেশে পালিয়ে গেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার পর পিবিআই পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চায়। ইন্টারপোল চিঠি দিয়ে নিশ্চিত করে, আরিফ, মহসিন ও হুমায়ুন আরব আমিরাতে অবস্থান করছেন। ৫ আগস্ট–পরবর্তী সময়ে শুটার মোবারক দেশে ফিরলে গত ৯ মার্চ ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত আসামি আরিফ ও মহসিনকে দেশে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারির পর ২১ মে দুবাই পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে। গত ১৫ জুলাই বাংলাদেশ পুলিশের একটি দল দুবাই গিয়ে তাঁকে নিয়ে ২০ জুলাই দেশে ফেরেন।
জানতে চাইলে পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ প্রচেষ্টার পর মহসিন মিয়ার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হই এবং তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা করি। দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আমাদের জানালে পুলিশের একটি দল তাঁকে দুবাই থেকে দেশে নিয়ে আসে। আদালতে তোলার পর তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হারুনুর রশিদ খান হত্যা মামলায় ১৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর মহস ন ম য় প ব আই র একট
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫