২৮ বছর বয়সী যুবক মো. মামুনকে বারোদোনা গ্রামের মৌলভিপাড়ার মানুষজন নিজেদের একান্ত আপন মনে করতেন। কারও মেয়ের বিয়ে, কেউ বিদেশে যাবেন আবার কেউ দেবে পরীক্ষা—এসব কাজে টাকার সমস্যা হলে সবার ভরসা ছিলেন মামুন। বিশাল ধনী ব্যবসায়ী না হলেও নিজের আয় থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেন। সেই মানুষটির মৃত্যুতে কাঁদছে গোটা গ্রাম।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত মোটরসাইকেলকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলে থাকা মামুন, তাঁর বড় ভাই এবং মামার মৃত্যু হয়। মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের পদুয়া ইউনিয়নের সিকদার দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌলভিপাড়ার ছিদ্দিক আহমদের ছেলে। এ ঘটনায় মামুনের বড় ভাই মো.

হুমায়ুন (৩৫) এবং তাঁদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে মনির হোসেনও (৪০) মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ২১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে গ্রামীণ সড়ক থেকে হঠাৎ উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী একটি মহিষবোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান, আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জানাজা শেষে মামুন ও তাঁর ভাই হ‌ুমায়ুনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই রাতে করাইয়ানগর আকবরপাড়া গ্রামে তাঁদের মামা মনির হোসেনকে (৪০) দাফন করা হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নে মামুনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, এক হৃদয়বিদারক দৃশ্য। নির্মাণাধীন একতলা পাকা বাড়ির বারান্দায় বসে ছিলেন দুই ছেলেকে হারানো সিদ্দিক আহমদ (৭০)। জানা গেল, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত তিনি। বৃদ্ধের দেখাশোনা করতেন ছোট ছেলে মামুন। দুর্ঘটনায় সিদ্দিক আহমদের দুই ছেলেই মারা গেছেন। শেষ বয়েসে এসে এই শোক তিনি কীভাবে কাটিয়ে উঠবেন, সেটাই ভাবছিলেন স্বজনেরা।

দুই ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন সিদ্দিক আহমদ ও চেমন আরা। আজ সকাল ১১টায়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ দ ক আহমদ

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
  • পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহত
  • আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি