রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তরিকুল ইসলাম ওরফে ডালিম (৩৪) নামের এক বাউলশিল্পী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপের (ডিপ টিউওয়েল) বৈদ্যুতিক সংযোগের মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম পৌর এলাকার হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অফিসের মাস্টাররোলে সহকারী ইলেকট্রিশিয়ান পদে চাকরি করেন।

তরিকুল ইসলামের চাচা সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার শ্রীপুর গ্রামে বিএমডিএর একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। খবর পেয়ে তরিকুল ইসলাম ইলেকট্রিশিয়ান হিসেবে সমাধানের জন্য সেখানে যান। এরপর সেই নলকূপঘরের ছাদের ওপরে লোহার মই দিয়ে কাজ করার সময় মইটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন তরিকুল ইসলাম। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তরিকুল ইসলামের স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে।

তরিকুলের ভাই রঞ্জু ইসলাম বলেন, গান গাওয়ার সময় তরিকুল ইসলাম ডালিম মাথায় গামছা বেঁধে রাখতেন। তাই তিনি এলাকায় বাউল ‘গামছা ডালিম’ নামে পরিচিত ছিলেন। সেই ছোটবেলা থেকেই গানবাজনা নিয়ে থাকতেন। দেশে অনেক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। বেসরকারি বেশ কয়েকটি টিভি চ্যানেলেও গান করেছেন তিনি। ডালিম গানের পাশাপাশি ১০ বছর থেকে দুর্গাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন অফিসের মাস্টাররোলে সহকারী ইলেকট্রিশিয়ানের চাকরি করে আসছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সময় নলক প উপজ ল

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নিহত ৬৯ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তিচুক্তির এক মাস পূর্ণ হয়েছে। তবে এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার ইসরায়েলি হামলায় বুরেইজ শরণার্থীশিবিরে একজন ফিলিস্তিনি পুরুষ নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গাজায় তথাকথিত ‘হলুদ লাইন’ অতিক্রম করার অভিযোগে দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ২৪০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ হয়েছে।

হামাস জানিয়েছে, তারা হাদার গোল্ডিন নামের একজন ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। ২০১৪ সালে গাজায় ইসরায়েলি হামলার সময় আটক করা হয়েছিল। পরে তাঁর মৃত্যুর খবর জানা যায়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরও পাঁচজন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। গোল্ডিন তাঁদের একজন। হামাস জানিয়েছে, ওই স্থান থেকে ছয়জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে তারা। গত শনিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও রেডক্রসের কর্মীদের রাফায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় গোল্ডিনের মরদেহ খুঁজে বের করতে প্রয়োজনীয় অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ