বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেকোন ধরণের হেনস্তার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বলে নিশ্চিত করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি। রবিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনফারেন্সের উদ্বোধনী দিনের অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন আমিনুল।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক জাহানার আলম যৌন নির্যাতনের অভিযোগ আনেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। একই অভিযোগ তুলেছেন বিসিবি নারী বিভাগের সাবেক ও প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। এছাড়া নারী বিভাগের কর্মকর্তা শরফরাজ নেওয়াজ বাবু, নারী জাতীয় দলের ম্যানেজার এস এম ফায়াজ, ফিজিও সুরাইয়া আক্তার ও কোচ মাহমুদ ইমনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা।

আরো পড়ুন:

মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার, খতিয়ে দেখবে বিসিবি

অভ‌্যন্তরীণ আলোচনার পর সালাহউদ্দিনকে নিয়ে মন্তব‌্য: বিসিবি

তার অভিযোগের পরপরই একাধিক নারী ক্রিকেটাররা নিজেদের মুখ খুলতে শুরু করেছেন। এক সাক্ষাৎকারে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি দাবি করেছেন, ‘‘ফাহিম স্যার। নাজমুল আবেদীন ফাহিম। অনেক মেয়ের কাছ থেকেই আমি উনার চারিত্রিক সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছি। আর উনার বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ তো আছেই।’’ প্রসঙ্গত, নাজমুল আবেদীন ফাহিম এখন ক্রিকেট বোর্ডের পরিচালক।

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম ন ল

এছাড়াও পড়ুন:

গুগল তৈরি করছে শক্তিশালী এআই চিপ

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আধিপত্য ভাঙতে গুগল চিপ নির্মাণের ঘোষণা দিয়েছে। গুগল এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরি করছে। সপ্তম প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপকে ‘আয়রনউড’ নামে ডাকা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন।

গত এপ্রিলে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে আয়রনউড চালু করে গুগল। সেই চিপ পূর্ণাঙ্গভাবে বাজারে আনার জন্য দ্রুত কাজ করছে গুগল। সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি টিপিইউ চিপ বড় আকারের মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ ও চ্যাটবট বা ডিজিটাল সহকারীর মতো বাস্তবসম্মত সেবা পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

গুগলের দাবি, একসঙ্গে ৯ হাজার ২১৬টি টিপিইউ সংযুক্ত করে একটি বিশেষ ‘পড’ তৈরি করা যায়। এই পড ব্যবহার করে বৃহত্তম ও তথ্যনির্ভর এআই মডেল চালানোর সময় ডেটা বটলনেক বা তথ্যপ্রবাহের জটিলতা কার্যত দূর হয়ে গেছে। আয়রনউড আগের প্রজন্মের টিপিইউ চিপের তুলনায় চার গুণ বেশি কাজ করতে পারে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ক্লড নামের ল্যাংগুয়েজ মডেল পরিচালনার জন্য প্রায় ১০ লাখ গুগলের আয়রনউড চিপ ব্যবহার করবে।

বর্তমানে এআই বাজারে আধিপত্য বিস্তারে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটার মধ্যে প্রতিযোগিতা তীব্রভাবে চলছে। এখনো বেশির ভাগ বড় ল্যাংগুয়েজ মডেল এনভিডিয়ার জিপিইউ–নির্ভর। গুগলের টিপিইউর মতো নিজস্ব নকশার চিপও বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এসব চিপ দক্ষতা, গতি ও খরচ সাশ্রয় তিন ক্ষেত্রেই বাড়তি সুবিধা দিচ্ছে। নতুন চিপের পাশাপাশি গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আনা হচ্ছে নানা আপগ্রেড। গুগল জানায়, তাদের সেবাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নমনীয় করা হচ্ছে।

ক্লাউড বাজারে গুগল অ্যামাজন ও মাইক্রোসফটের বেশ পেছনে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গুগল ক্লাউডের আয় ছিল ১৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি প্রবৃদ্ধির। গুগল জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে গত দুই বছরের চেয়ে বেশি বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি সই হয়েছে। বাড়তি চাহিদা মেটাতে ৯৩ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘আমরা আমাদের এআই অবকাঠামো পণ্যের ব্যাপক চাহিদা লক্ষ করছি। সেটা টিপিইউ–ভিত্তিক হোক বা জিপিইউ–ভিত্তিক। গত এক বছরে আমাদের প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকা শক্তি এটি। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ