কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের বিরল বাদুড় মাছ
Published: 9th, August 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত–সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির ‘বাদুড় মাছ’ ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে মাছটি মহিপুরের একটি মৎস্য আড়তে বিক্রির জন্য আনা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন মাছটি কিনে নেন।
জেলে মো. আবু হানিফ জানান, পাঁচ দিন আগে তিনি ইলিশ শিকারের জন্য সাগরে গিয়েছিলেন। চরবিজয়–সংলগ্ন এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। এ সময় প্রচুর ইলিশও জালে ওঠে। মাছটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় এক ফুট করে, তবে লেজ প্রায় দুই ফুট লম্বা। পুরুত্বও বেশি। এলাকায় এ মাছের তেমন চাহিদা না থাকায় তিনি ২৫০ টাকা কেজি দরে মোট পাঁচ হাজার টাকায় সরোয়ার হোসেনের কাছে বিক্রি করেন।
ক্রেতা সরোয়ার হোসেন বলেন, মাছটি ঢাকার বাজারে নিয়ে বিক্রি করা হবে। বিরল আকৃতির মাছটি দেখতে আড়তে ভিড় জমান উৎসুক মানুষ।
মহিপুরের জেলেরা জানান, এ ধরনের মাছ সচরাচর আড়তে দেখা যায় না, তাই চাহিদাও কম। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘বাদুড় মাছ’ নামে পরিচিত।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ মো.
কামরুল ইসলাম আরও বলেন, এ মাছ একসঙ্গে ২ থেকে ১০টি বাচ্চা জন্ম দেয়। গর্ভকাল ৯ থেকে ১২ মাস। তারা ১৮০ মিটার গভীরতা থেকে অগভীর উপসাগর ও বালুময় তটরেখায় বাস করে। খাদ্য হিসেবে সমুদ্রের তলদেশে থাকা মলাস্ক, ক্রাস্টেসিয়ান ও ছোট মাছ শিকার করে। হাঙর গোত্রীয় হওয়ায় এবং পিঠের চামড়া মোটা থাকায় এ মাছ খাদ্য হিসেবে ততটা জনপ্রিয় নয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা
৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল