টেস্ট ইতিহাসের তৃতীয় বড় জয় এখন নিউজিল্যান্ডের
Published: 9th, August 2025 GMT
রেকর্ড আর রেকর্ড!
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টটা রেকর্ডময়ই হয়ে রইল। তবে রেকর্ডগুলো নিয়ে গর্ব করবে শুধু নিউজিল্যান্ডই। জিম্বাবুয়ে চাইবে ভুলে যেতে।
গতকাল দ্বিতীয় দিনটা ৩ উইকেটে ৬০১ রান নিয়ে শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ আর ব্যাটিংয়ে নামেনি দলটি, সেখানেই ঘোষণা করেছে ইনিংস। ৪৭৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে অলআউট ১১৭ রানে। এর মানে সিরিজের দ্বিতীয় টেস্টটা ইনিংস ও ৩৫৯ রানে জিতল নিউজিল্যান্ড।
নিজেদের ৯৫ বছরের টেস্ট ইতিহাসে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে মাত্র দুটি। ১৯৩৮ সালে ওভালে ইংল্যান্ডকে ইনিংস ও ৫৭৯ রানে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় বড় জয়টি এ শতকের ঘটনা। ২০০২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৩৬০ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
টেস্টে সবচেয়ে বড় জয়নিউজিল্যান্ডের আগের বড় দুটি জয় এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১২ সালে নেপিয়ারে জিম্বাবুইয়ানদের ইনিংস ও ৩০১ রানে হারায় কিউইরা। এর আগে ২০০৫ সালে হারারেতে নিউজিল্যান্ড জিতেছিল ইনিংস ও ২৯৪ রানে।
আরও পড়ুনক্রীড়াঙ্গনের পুনর্মিলনীতে ঋতুপর্ণার হাতে দুই পুরস্কার২১ মিনিট আগেঅভিষেকে নিউজিল্যান্ডের হয়ে ম্যাচসেরা বোলিং এখন জ্যাকারি ফোকসের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগেচালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’
দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’