জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: এনবিআর
Published: 10th, August 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে সব কয়টি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কিছু ভ্রান্ত ধারণার পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।
এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন। এসব জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতাদের জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।
করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বে-আইনি এবং এটি একটি ফৌজদারী অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে, করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারনামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন।
ঢাকা/নাজমুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আয়কর র ট র ন আয়কর আইন কর র ট র ন করদ ত র
এছাড়াও পড়ুন:
জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদ
‘যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দু নয়ন, চিতার আগুনে দেখি সে প্রেম আজ জ্বলছে এখন’- গানটি ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের গাওয়া। গানের কথার মতোই চিতার আগুনে জ্বলে ছাই হয়ে গেছেন জুবিন। মৃত্যুর পাঁচ দিন পরে শেষকৃত্য হয়েছে তার। শেষ যাত্রায় আসামের মানুষ জুবিনকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা নজির গড়েছে। বিশ্বের চতুর্থ গণ জমায়েতের রেকর্ড গড়েছে।
বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ ২৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন ‘‘বড় ভাই জুবিনের শেষকৃত্যে জন-সুনামি, লাখ মানুষের ঢল। আর এর পোস্ট দেখিয়া এতক্ষণে বিষাদে অনুধাবন করিলেন জুবিন মহান শিল্পী ছিল...’’
আরো পড়ুন:
জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী
এবার ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ
প্রিন্স মাহমুদের ওই পোস্টের কমেন্টে আখতারুজ্জামান নামের একজন লিখেছেন, ‘‘মঞ্চ কাঁপানো মহৎ এই শিল্পী সবাইকে কাঁদিয়ে সমুদ্রে হারিয়ে গেলেন। অনেকেই হয়তো তাকে ইয়া আলী কিংবা দেবের সিনেমার গানে চিনে। কিন্তু মুলধারার শ্রোতারা তাকে বহুকাল ধরে চিনে। প্রতিমা পাণ্ডে বড়ুয়ার গান তার গলায় শুনে ফ্যান হয়ছি।’’
চন্দ্র শেখর নামের আরেকজন লিখেছেন, ‘‘ভাইয়া আসল ব্যাপারটা হচ্ছে,একজন শিল্পী ঠিক কতটা ভালো মানুষ তার ওপর ভীষণভাবে নির্ভরশীল তার শিল্পকর্ম। পৃথিবীতে মানুষ আছে ৮শ কোটি। এর মধ্যে ৮ কোটি গায়কও নেই। ধরলাম ২ কোটি আছে। এই ২ কোটি শিল্পীই আসলে ৮শ কোটি মানুষের হৃদয়ের প্রতিরূপ। সেই জন্য শিল্পীদের বরাবর সমস্ত বিষয়ে ভীষণ নিরপেক্ষ থাকতে হয়।কা রণ তারা মানুষের মনের প্রতিনিধিত্ব করে। সেই জন্য যে যত ভালো শিল্পী সে অবশ্যই তত ভালো মানুষ, হয়তো জুবিনদার ক্ষেত্রেও সেরকম। ধন্যবাদ।''
ঢাকা/লিপি