জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: এনবিআর
Published: 10th, August 2025 GMT
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে সব কয়টি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল বিষয়ক কিছু ভ্রান্ত ধারণার পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।
এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন। এসব জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতাদের জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।
করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বে-আইনি এবং এটি একটি ফৌজদারী অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শুন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে, করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারনামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন।
ঢাকা/নাজমুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আয়কর র ট র ন আয়কর আইন কর র ট র ন করদ ত র
এছাড়াও পড়ুন:
অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা
ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই প্ল্যাটফর্মেই নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব ভাবনা। নিয়মিত ছবি ও নিজের ভাবনার টুকরো এ মাধ্যমে প্রকাশ করে থাকেন। ফলে অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রী। এবার ‘অকৃতজ্ঞদের’ নিয়ে নিজের অবস্থানের জানান দিলেন ভাবনা।
আরো পড়ুন:
গাজীপুরে এএ ইয়ার্ন মিলস বন্ধ ঘোষণা
নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ
শুক্রবার (৭ নভেম্বর) ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “আপনি যতই দয়ালু, যত্নশীল বা উদার হোন না কেন, একজন অকৃতজ্ঞ মানুষের জন্য তা কখনোই যথেষ্ট হবে না। আপনি কখনো অকৃতজ্ঞ একজন মানুষকে সন্তুষ্ট করতে পারবে না।”
খানিকটা ব্যাখ্যা করে ভাবনা বলেন, “অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন। কারণ আপনি যতবারই তাদের পাশে দাঁড়ান না কেন, তারা একসময় তাদের কুৎসিত মুখ আপনার সামনে প্রকাশ করবে। নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখুন, যারা আপনার প্রচেষ্টাকে মূল্য দেয় এবং আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।”
ভাবনার এসব চিন্তাকে নেটিজেনদের একটি অংশ সমর্থন করেছেন, কেউ কেউ বরাবরের মতো আক্রমণ করে মন্তব্য করেছেন। তানিন নামে একজন লেখেন, “একদম ঠিক বলেছেন। কৃতজ্ঞতা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। এখন বুঝি সবাইকে নয়, শুধু যারা সত্যিকারের মূল্যায়ন করে, তাদের জন্যই সময় ও ভালোবাসা দেওয়া উচিত।” হামিম লেখেন, “কথাগুলো বাস্তব।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
ঢাকা/শান্ত