সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
Published: 10th, August 2025 GMT
গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো আটজনে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
গ্রেপ্তার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।
আরো পড়ুন:
সাংবাদিক হত্যার বিচার দাবিতে ববিতে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যা: ৭ আসামি দুই দিনের রিমান্ডে
রবিবার (১০ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহিন খান বলেন, সাংবাদিক হত্যা মামলার আসামি শহিদুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪। আসামিকে বাসন থানায় হস্তান্তর করেন তারা। আদালতের মাধ্যমে তাকে আজ কারাগারে পাঠানো হবে।
গত শনিবার গাজীপুরের পুলিশ কমিশনার কমিশনার ড.
এসময় বাদশা প্রাণ বাজাতে দৌঁড়াতে থাকেন। এটি সাংবাদিক তার পেশাগত কারনেই ভিডিও করেন। আসামিরা সাংবাদিক তুহিনকে ভিডিও ডিলেট করতে বলে কিন্তু তিনি রাজি হননি। একপর্যায়ে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আস ম আস ম র
এছাড়াও পড়ুন:
ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ
গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গলফ কোর্সের কাছে হত্যার চেষ্টা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই খুনের চেষ্টার অভিযোগে মার্কিন এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালত। হামলার এক বছর পরে সোমবার (২৩ সেপ্টেম্বর) এই রায় দিয়েছে আদালত। খবর আল-জাজিরার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নাম রায়ান রাউথ।
আরো পড়ুন:
১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী
অধ্যাপক ইউনূসকে ‘আনলক বিগ চেঞ্জ’ সম্মাননা দিল দেয়ারওয়ার্ল্ড
আদালত রায়ে বলছে, ৫৯ বছর বয়সী রায়ান রাউথ তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ইচ্ছা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরো চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাগ্রস্ত করা এবং অস্ত্র সংক্রান্ত অপরাধ। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের ওপর হামলা হয়। ওয়েস্ট পাম বিচে নিজের মার-এ-লাগোর বাসভবন থেকে প্রায় ১৫ মিনিট দূরে অবস্থিত ইন্টারন্যাশনাল গলফ কোর্টে খেলছিলেন ট্রাম্প। তখনই তাকে লক্ষ্য গুলি চালানো হয়। গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনাটি ঘটে গত বছরের ১৫ সেপ্টেম্বর। একটি ঝোপের আড়াল থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রায়ান। এরপরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর কলম দিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করেন রায়ান। মার্কিন মার্শালরা তাকে আটকান।
আদালত রায় ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টে বলেন, “ট্রাম্পের সম্ভাব্য খুনি রায়ান রাউথের বিরুদ্ধে আজকের দোষী সাব্যস্ত রায় রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগের প্রতিশ্রুতিকে চিত্রিত করে।”
তিনি আরো বলেন, “এই হত্যার চেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপর আক্রমণ ছিল না, বরং আমাদের জাতির প্রতিও অপমান ছিল।”
আদালতের এই রায় প্রকাশের পর দেশের বিচার ব্যবস্থা এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “রায়ান একজন দুষ্ট লোক, যার উদ্দেশ্য খারাপ ছিল এবং তারা তাকে ধরে ফেলেছে।”
আদালতের এই রায়ের প্রশংসা করে ‘যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এটি একটি খুব বড় মুহূর্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে অবস্থিত ফেডারেল আদালতে গত ৮ সেপ্টেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হয়।
ইউক্রেনের সমর্থক হিসেবে রায়ান রাউথ উত্তর ক্যারোলিনার বাসিন্দা। ফ্লোরিডার আগে হাওয়াইতে থাকতেন তিনি।
ঢাকা/ফিরোজ