আতঙ্কের বিষয়: ফ্যাকাশে হয়ে যাচ্ছে প্রবাল প্রাচীর
Published: 10th, August 2025 GMT
প্রকৃতি, পরিবেশের সবকিছুতেই প্রতিনিয়ত পরিবর্তন আসছে। কোনো কোনো প্রাণী ও উদ্ভিদ প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। এইতো গত এক বছরের মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ থেকে বিপুল পরিমাণে প্রবাল হারিয়ে যাচ্ছে। আতঙ্কের বিষয় হচ্ছে, গত এক বছরে সবচেয়ে দ্রুতগতিতে জীবন্ত প্রবাল হারিয়েছে।
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স- এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘২০১৭ সাল থেকে গ্রেট ব্যারিয়ার রিফে প্রবালের সংখ্যা দিন দিন বাড়ছিলো। কিন্তু ২০২৪ সালে প্রবাল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এবং হারিয়ে যাচ্ছে।’’
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সমুদ্রতলেও তাপমাত্রা বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রবাল দুর্বল হয়ে পড়ছে। এর ফলে পৃথিবী আরও উত্তপ্ত হবে।
আরো পড়ুন:
দেশে গাছপালা নিধনের জন্য বন বিভাগ কম দায়ী নয়: পার্বত্য উপদেষ্টা
দেনমোহরে গাছ, প্রশংসায় ভাসছেন সুকৃতি-আদনান দম্পতি
জানা যায়, উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া উপকূলে ৩ লাখ ৪৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই প্রবাল প্রাচীর। যদিও এখনও সেখানে যথেষ্ট প্রবালের স্তর আছে। কিন্তু যে হারে কমতে শুরু করেছে তা আতঙ্কের বিষয়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল বরাবর ১৫০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীরকে তিন ভাগে ভাগ করা হয়— উত্তর, মধ্য, দক্ষিণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ ভাগে থাকা প্রবাল প্রাচীর। এই অংশের তিন ভাগের এক ভাগ ফ্যাকাশে হয়ে গিয়েছে।
এরপরেই মধ্য ভাগ। এখানে থাকা প্রবাল প্রাচীরের ১৪ শতাংশ ফ্যাকাশে হয়ে গিয়েছে। চার ভাগের এক ভাগ অংশ ফ্যাকাশে হয়ে গিয়েছে উত্তর ভাগে থাকা প্রবাল প্রাচীর।
ধারণা করা হচ্ছে, ২০২৩-২৪ সালে প্রচণ্ড গরম পড়ার কারণে প্রবাল দুর্বল হয়ে পড়েছে। এবং ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হলে পৃথিবীতে তাপমাত্রা আরও বেড়ে যাবে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রক ত প রব ল প র চ র
এছাড়াও পড়ুন:
কারণ ছাড়াই সাফকো স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ।
রবিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ
৯ মাসে লোকসান থেকে মুনাফায় কাট্টালি টেক্সটাইল
তথ্যমতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৭ আগস্ট ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।
প্রসঙ্গত, সাফকো স্পিনিংয়ের গত ২২ জুলাই শেয়ার দর ছিল ১২.৩ টাকায়। আর ৭ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪.৭ টাকায়। অর্থাৎ, ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২.৪ টাকা বা ২০ শতাংশ।
এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/এনটি/
ঢাকা/এনটি/ফিরোজ