দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে সেনা সদস্যের সংখ্যা গত ছয় বছরে ২০ শতাংশ কমে ৪ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশটিতে বাধ্যতামূলক চাকরির জন্য তালিকাভুক্তির বয়সের পুরুষদের জনসংখ্যা হ্রাস পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার একটি প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনে জানিয়েছে, সামরিক চাকরির জন্য উপলব্ধ পুরুষদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পাওয়ার ফলে অফিসারের সংখ্যাও হ্রাস পাচ্ছে। এটি অব্যাহত থাকলে অপারেশনাল অসুবিধা হতে পারে।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য চু মি-এ-এর কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে ২০০০ সালের গোড়ার দিকে ৬ লাখ ৯০ হাজার সেনা ছিল। তখন থেকে ধারাবাহিকভাবে সেনাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। ২০১০-এর দশকের শেষের দিকে এই গতি আরো তীব্র হয় এবং ২০১৯ সালে প্রায় ৫ লাখ ৬৩ হাজার সেনা ও অফিসার ছিল।

২০২২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুসারে, প্রতিবেশী উত্তর কোরিয়ার প্রায় ১২ লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে বলে মনে করা হয়।

২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট ৪৩ দশমিক ৯ বিলিয়ন ডলারেরও বেশি, যা উত্তর কোরিয়ার অর্থনীতির আনুমানিক আকারের চেয়েও বেশি।

তবুও, প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার জন্য পর্যাপ্ত সেনা সংখ্যার তুলনায় সামরিক বাহিনীতে ৫০ হাজার সেনার অভাব রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ঘাটতির প্রায় ২১ হাজার নন-কমিশনড অফিসার পদে রয়েছে।

দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্রুততম বয়স্ক সমাজগুলোর মধ্যে একটি। দেশটিতে ২০২৪ সালে বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার- শূন্য দশমিক ৭৫ শতাংশ।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ