জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
Published: 10th, August 2025 GMT
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে আপত্তি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন বাতিলের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। দাবি মানা না হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি শিক্ষার্থী জিয়াউল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অতীতে বিভিন্ন এনজিওর অর্থায়নে স্কুল সিলেবাসে ‘শরীফ-শরীফা’র গল্প ঢুকিয়ে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার চেষ্টা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার অফিসের ওয়েবসাইটে এলজিবিটিকিউ বা সমকামিতাকে ‘অধিকার’ হিসেবে স্বীকৃতি দিয়ে তা প্রমোট করার কথা উল্লেখ রয়েছে।”
আরো পড়ুন:
সরকারি খামারকে ‘মীর মুগ্ধ হল’ ঘোষণা করল খুবির শিক্ষার্থীরা
যবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার
তিনি আরো বলেন, “এই অফিস বাংলাদেশে থাকলে স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্যক্রমে সমকামিতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে, যা দেশের মূল্যবোধ, সামাজিক কাঠামো ও পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করবে।”
আশঙ্কা প্রকাশ জিয়াউল বলেন, “এতে অঙ্গহানির মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের প্রবণতা বাড়বে, শিক্ষার্থীদের মানসিক বিকৃতি দেখা দেবে এবং অভিভাবকরা সন্তানদের নৈতিক অধঃপতনে হতাশ হয়ে পড়বেন। একইসঙ্গে পুনরায় কোটা প্রথা ফিরিয়ে এনে ট্রান্সজেন্ডার/সমকামী কোটার পাশাপাশি ‘সমকামী ইমাম’ কোটাও চালু হতে পারে।”
জিয়াউল দাবি করেন, “জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হানবে, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করবে এবং বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেবে। এতে ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা হুমকির মুখে পড়বে, পতিতাবৃত্তি বৈধতা পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এমনকি ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকরে জাতিসংঘ বাধা দেবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো অবস্থাতেই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে থাকতে পারে না। আমরা একাধিকবার সরকারকে অনুরোধ জানিয়েছি, কিন্তু কর্ণপাত করা হয়নি। তাই অন্তবর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি—এই সময়ের মধ্যে অফিস বাতিল করতে হবে, নইলে লাগাতার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল ট ম ট ম সমক ম
এছাড়াও পড়ুন:
ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট হয়েছে, মনে করেন জাকেরও
একটা ক্যাচই কি তাহলে ম্যাচের ভাগ্য বদলে দিল!
তানজিম হাসানের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। ঝাঁপিয়ে পড়ে বলের নাগালও পেয়েছিলেন জাকের আলী। তবে বলটা তিনি গ্লাভসে জমাতে পারেননি। তখনো অভিষেকের রান ৭ বলে ৭। জীবন পাওয়ার পর থেকেই বিধ্বংসী হতে শুরু করেন ভারতের বাঁহাতি ওপেনার।
২৫ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। রিশাদ হোসেনের দুর্দান্ত ফিল্ডিং আর থ্রোতে রান আউট হয়ে ফেরার আগে করে যান ৩৭ বলে ৭৫ রান। জাকের ক্যাচ ছাড়ার পর অভিষেকের ব্যাট থেকে এসেছে আরও ৬৮ রান। শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটে ১৬৮ রান করার পর দুবাইয়ে কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেছে ৪১ রানে।
জাকেরের ওই ক্যাচ মিসই কি তাহলে বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসা জাকের বলেছেন, ‘আপনি বলতে পারেন। কারণ সে এরপর দ্রুত রান তুলেছে।’ ক্যাচটা তাঁর ধরা উচিত ছিল বলেও মনে করেন জাকের, ‘আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’
রানআউট হয়ে মাঠ ছাড়তে হয় জাকের আলীকে