বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণ শেষই হয়নি, কিন্তু হঠাৎ করেই কমে গেছে বৃষ্টি। আর তাতে বেড়েছে তাপ। গতকাল রোববার থেকেই বৃষ্টি কমতে শুরু করেছে। আজ সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে। দেশের কোনো কোনো স্থানে তাপপ্রবাহও বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দুয়েক স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও আছে আবহাওয়ার বার্তায়। তবে এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

জুন মাসে অন্তত ২০ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ের বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিক। চলতি আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস আছে। মাসের শুরুতে বৃষ্টি হলেও হঠাৎ করেই তা কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা যাচ্ছে, আজ এর মধ্যে মাত্র ১৪টি স্টেশনে বৃষ্টি হয়েছে। আগের দিনও প্রায় সমান সংখ্যার স্টেশনে বৃষ্টি হয়। তবে গতকালের চেয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বেশি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকা বিভাগের কোনো স্থানেই বৃষ্টি হয়নি। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগের নীলফামারীর সৈয়দপুরে আজ সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয ৭৭ মিলিমিটার।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ধারার মধ্যে থেকে আজ হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভোগান্তি বাড়ে নগরবাসীর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামীকালের তাপমাত্রা আগের দিনের মতোই থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে কোনো কোনো স্থানে।

আগামীকালও রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস আছে। এর পাশাপাশি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।

এরই মধ্যে আগামী বুধবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু সেই লঘুচাপের ফলে বাংলাদেশে কতটা বৃষ্টি হবে, তা নিশ্চিত নয় বলেই জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, লঘুচাপের যে ধরন এখন বোঝা যাচ্ছে, তাতে এটি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে। তাতে বাংলাদেশের উপকূলে যথেষ্ট বৃষ্টি না–ও হতে পারে। তবে বৃষ্টি যে কিছুটা বাড়বে, তা বলা যায়।

এ মাসে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

এ মাসে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস ছিল। এ দফার লঘুচাপটি শেষ পর্যন্ত স্থল নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এর প্রভাব বাংলাদেশে বেশি পড়ার সম্ভাবনা কম।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ