জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সদস্য রুবেল মিয়া হৃদয়।
গত রবিবার (১০ আগস্ট) রাতে তিনি ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র জমা দেন।
রুবেল মিয়া হৃদয় তার পদত্যাগপত্রে জানান, এনসিপির ফরিদপুর জেলার কার্যক্রমে অনিয়ম, জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত এবং দলের বর্তমান পথচলা তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে মেলেনি। এ কারণে গভীর হতাশা ও বিচলিত মনে তিনি দলের সব ধরনের কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরো পড়ুন:
মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ
টিটিসির অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা
সোমবার (১১ আগস্ট) ফরিদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা সাংবাদিকদের জানান, তারা রুবেলকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অটল থেকেছেন। ফলে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
গত ৫ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট ফরিদপুর জেলা সমন্বয় কমিটি অনুমোদিত হয়। এতে সৈয়দা নীলিমা দোলাকে প্রধান সমন্বয়কারী, ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি ১৭ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা/তামিম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ জ ত য় ন গর ক প র ট ত র পদত য গ সমন বয়ক র এনস প র সদস য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ